‘যুগান্ত’-র পর আবার বড়পর্দায় অঞ্জন-রূপা জুটি
'যুগান্ত ' ছবিতে রূপা গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্তের জুটি দর্শকদের খুব পছন্দ হয়েছিল। অন্য ধারার গল্পে এই জুটির রসায়ন দর্শকদের পছন্দ ছিল। যদিও এর পর এই জুটিকে অভিনয় করতে দেখা না গেলেও অঞ্জন দত্তর পরিচালনায় বেশ কিছু ছবি করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। তবে খবর হল বহু বছর পর আবার বড় পর্দায় এই জুটিকে অভিনয় করতে দেখা যাবে। নবীন পরিচালক সমর্পণ সেনগুপ্ত র নির্দেশনায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্তকে। ছবির নাম 'প্রত্যাবর্তন '।

‘যুগান্ত ‘ ছবিতে রূপা গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্তের জুটি দর্শকদের খুব পছন্দ হয়েছিল। অন্য ধারার গল্পে এই জুটির রসায়ন দর্শকদের পছন্দ ছিল। যদিও এর পর এই জুটিকে অভিনয় করতে দেখা না গেলেও অঞ্জন দত্তর পরিচালনায় বেশ কিছু ছবি করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। তবে খবর হল বহু বছর পর আবার বড় পর্দায় এই জুটিকে অভিনয় করতে দেখা যাবে। নবীন পরিচালক সমর্পণ সেনগুপ্ত র নির্দেশনায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্তকে। ছবির নাম ‘প্রত্যাবর্তন ‘। বহু বছর পর এই জুটির অভিনয়, এই বিষয় নিয়ে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানা গেল তাঁর অভিজ্ঞতার কথা। অভিনেত্রীর মতে , “যুগান্ত’ ছবির পর আমাদের কেমিস্ট্রি দর্শকদের পছন্দ হয়েছিল ঠিক, তবে সেই সময় আমরা সকলে সোহাগ সেনের থেকে একসঙ্গে ওয়ার্কশপ করেছি। অবশ্য আমার জন্যই এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল । তাই ‘যুগান্ত’ ছবিতে অঞ্জন দত্ত ও আমি দুজনেই রিনীদি অর্থাৎ অপর্ণা সেনের মতো করে অভিনয় করেছিলাম। রিনাদি যেমন চেয়েছেন, তেমন অভিনয় করেছি। তাই আমাদের জুটি দর্শকদের যদি ভালো লেগেছে, সেটা সম্পূর্ণভাবে পরিচালক অপর্ণা সেনের কৃতিত্ব। তবে এরপর আমাদের একসঙ্গে অভিনয় করা হয়নি ঠিক, কিন্তু অঞ্জন দত্তের পরিচালনায় বহু অভিনয় করেছি, প্রায় তিন চারটের বেশি ছবি করেছি। তাই বহুদিন ধরে আমরা একে অপরকে চিনি। ‘যুগান্ত’-র সময় অঞ্জনকে যতটা চিনতাম তার থেকে বেশি চিনি এখন। অঞ্জন ঠিক কী ভাবনা থেকে অভিনয় করছেন, কী কী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সংলাপ বলার সময় কখন ‘পজ’ নেবে, সবটা জানা আমার। তাই আমার কাজের অভিজ্ঞতা খুব ভাল। এখন আমরা দুজনেই এই ছবিতে নিজেদের মতো করে অভিনয় করেছি। তাই দর্শকদের কাছে আমাদের সেই কেমিস্ট্রি দেখা যাবে।” তিনি আরও বলেন, “প্রত্যাবর্তন ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। আমার পার্ট কম ছিল, তবে খুব গুরুত্বপূর্ণ চরিত্র। গল্পের চিত্রনাট্য যেভাবে সাজানো হয়েছে, তাতে আমাদের চরিত্র গুরুত্বপূর্ণ মোড় নেবে কাহিনীতে। এছাড়াও গল্পে আমাদের জুটির একটা ব্যাক স্টোরি রয়েছে যেটা গুরুত্বপূর্ণ। ”
‘প্রত্যাবর্তন’ ছবিতে রূপা গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত জুটিরও ‘প্রত্যাবর্তন’ হবে বড় পর্দায়। ছবিতে এই জুটি ছাড়াও একগুচ্ছ টলিপাড়ার নামী অভিনেতা রয়েছেন। যেমন অপরাজিতা আঢ্য, শিলাজিৎ মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ‘প্রত্যাবর্তন’ মানুষের অদম্য জীবনীশক্তি এবং জীবনের প্রতি ভালবাসা তাকে কখনও পরাজিত হতে দেয় না, সেই কথা বলে। পরিচালকের কথা অনুযায়ী, এই ছবি কোনও একক পরিবারের গল্প নয়, এই সমাজের গল্প বলে। দ্রুত বদলে যাওয়া সমাজ, সাফল্যের দৌড় ও সমাজ মাধ্যমের প্রভাবের গল্প বলে। খুব শীঘ্রই ‘প্রত্যাবর্তন ‘ বড় পর্দায় দর্শকদের সামনে আসতে চলেছে।
