এক বছর পর মেয়েকে নিয়ে কলকাতা ফিরলেন অঙ্কিতা
গত সাত সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হয়েছেন অঙ্কিতা। লকডাউনের আগে গুয়াহাটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। পরে সেখানে পরিস্থিতির কারণে থেকে যেতে হয়। আরুণ্যারও জন্ম গুয়াহাটিতেই।

১৩ মাস। ঠিক ১৩ মাস পরে কলকাতা ফিরলেন অভিনেত্রী (Actress) অঙ্কিতা পাল মজুমদার (Ankita Majumder Paul)। ফিরলেন মেয়ে আরুণ্যাকে নিয়ে। মেয়ের প্রথম প্লেনে চড়া এবং এতদিন পরে কলকাতা ফেরা নিয়ে উত্তেজিত অঙ্কিতা।
ফেসবুকে আরুণ্যার সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন অঙ্কিতা। প্লেনে তোলা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আরুণ্যার ফার্স্ট ফ্লাইট। গত এক বছর গুয়াহাটি আমার জীবন অনেকটা বদলে দিয়েছে। অবশেষে গতকাল ১৩ মাসের অপেক্ষা শেষে বাড়ি ফিরলাম।’
গত সাত সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হয়েছেন অঙ্কিতা। লকডাউনের আগে গুয়াহাটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। পরে সেখানে পরিস্থিতির কারণে থেকে যেতে হয়। আরুণ্যারও জন্ম গুয়াহাটিতেই।
আপাতত প্রায়োরিটি সন্তান। মেয়ের সব কাজ একা হাতে সামলান অঙ্কিতা। আসলে সন্তানের বড় হওয়ার কোনও মুহূর্ত মিস করতে চান না। মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানও গুয়াহাটিতেই করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন, ‘কি অ্যান্ড কা’র পরে এই জুটির সঙ্গে আর কেন কাজ করেননি বালকি?
এতদিন পরে কলকাতায় নিজের বাড়িতে ফিরে দারুণ খুশি অঙ্কিতা। নিজের শহর কলকাতা। তাঁর ভালবাসার শহর। অবশেষে সেই শহরের সঙ্গে মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ার আনন্দই আলাদা। মেয়ে আর একটু বড় হলে ধীরে ধীরে অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।





