দুধের সঙ্গে তামান্নার তুলনা! বিপাকে অভিনেতা অন্নু কাপুর
প্রথমে 'স্ত্রী ২' ছবির 'আজ কি রাত' এবং এখন আরিয়ান খানের 'ব্যাডস অফ বলিউড' সিরিজের 'গফুর' গানে নেচে গোটা ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছেন তামান্না ভাটিয়া। আর পর পর আইটেম নাম্বারে তামান্নাকে দেখেই অন্নু কাপুর হঠাৎই এমন মন্তব্য করে বসলেন, যা শুনে রীতিমতো সোশাল মিডিয়ায় ঝড়।

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বড়সড় বিপাকে পড়লেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর। তামান্নার রূপকে দুধের সঙ্গে তুলনা করে নেটদুনিয়ার কটাক্ষের মুখে পড়লেন অন্নু। এই মুহূর্তে সোশাল মিডিয়ায় অন্নু কাপুরকে নিয়ে তোলপাড়।
তা কী কাণ্ড ঘটিয়েছেন অভিনেতা?
প্রথমে ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ এবং এখন আরিয়ান খানের ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের ‘গফুর’ গানে নেচে গোটা ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছেন তামান্না ভাটিয়া। আর পর পর আইটেম নাম্বারে তামান্নাকে দেখেই অন্নু কাপুর হঠাৎই এমন মন্তব্য করে বসলেন, যা শুনে রীতিমতো সোশাল মিডিয়ায় ঝড়। অনেকের মতে, অন্নু কাপুরেরে এমন মন্তব্য খুব কুরুচিকর। কোনও মহিলাকে নিয়ে এমন বলা মোটেই ঠিক নয়। অনেকের মতে, অন্নু কাপুরের ভিমরতি হয়েছে।
তা ঠিক কী বলেছেন অন্নু কাপুর?
তামান্নার আইটেম নাম্বার নিয়ে অন্নুকে প্রশ্ন করতেই অভিনেতা বলে উঠলেন, উফফ.. মাশাআল্লাহ, তামান্নার শরীর কী সুন্দর দুধের মতো! তামান্না তো একেবারে মিল্ক বিউটি! তবে এখানেই শেষ করেননি অন্নু। আজ কি রাত গানের প্রসঙ্গ তুলে অন্নু বলেন, তামান্না তো বলেইছে, তামান্নার এই গান শুনে নাকি বাচ্চারা ঘুমোতে যায়। তামান্নাকে একটাই প্রশ্ন, ওই বাচ্চাদের বয়স কত? ৭০ বছরের বাচ্চা নয় তো!
তামান্নাকে নিয়ে অন্নু কাপুর এমনটা বললেও, এখনও পর্যন্ত তামান্না কিন্তু এসব নিয়ে কোনও মন্তব্য করেননি।
তবে অন্নুর এমন মন্তব্যকে মোটেই ভাল চোখে দেখছেন না তামান্নার অনুরাগীরা। অনেকে তো মনে করছেন তামান্নার কাছে অন্নুর ক্ষমা চাওয়া উচিত।
