
বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, ক্রিকেট আর সিনেমা জগতের এই ‘পাওয়ার কাপল’ একদিকে যেমন সাফল্য জুটি, তেমনই ব্যক্তিগত জীবনের জেরেও নজর কেড়েছেন অনুরাগীদের। ২০১৭ সালে বিয়ে। এরপর তাঁদের কোল আলো করে এসেছে দুই সন্তান। কন্যাসন্তান ভামিকা এবং সদ্যোজাত পুত্র আকায়। আর এবার শোনা যাচ্ছে, এই পরিবার খুব শীঘ্রই স্থায়ীভাবে লন্ডনে বসবাস করতে চলেছে। খবর ছড়িয়েছে বেশ কয়েকদিন ধরেই। তবে এই জল্পনাকে আরও জোরালো করলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী, চিকিৎসক ডঃ শ্রীরাম নেনে। সম্প্রতি ইউটিউবার রণবীর আল্লাহাবদিয়ার সঙ্গে কথা প্রসঙ্গে তিনি জানান, অনুষ্কার সঙ্গে তাঁর কথা হওয়ার সময় একবার তিনি বলেছিলেন তাঁদের বিদেশে থাকার ইচ্ছের কথা।
ডঃ নেনে বলেন, “বিরাট আর অনুষ্কা খুবই সজ্জন মানুষ। ওদের সঙ্গে কথা বলে বুঝেছি, ওরা লন্ডনে যেতে চাইছে, কারণ এখানে ওরা নিজেদের জীবনটা ঠিকভাবে উপভোগ করতে পারছে না। তারকাদের জীবন এমনই— যা-ই করুক না কেন, তা লাইম লাইটে চলে আসে। এতে এক ধরনের বিচ্ছিন্নতাও তৈরি হয়। ওরা শুধু চায়, ওদের সন্তানরা যেন সাধারণ পরিবেশে, স্বাভাবিকভাবে বড় হয়ে উঠতে পারে।”
যদিও এখনও পর্যন্ত বিরাট কোহলি বা অনুষ্কা শর্মা কেউ এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে তাঁরা বরাবরই সন্তানদের প্রাইভেসির বিষয়ে সচেতন। ভামিকা বা আকায়ের মুখ আজও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেননি তাঁরা। এমনকী, পাপারাজ্জিদেরও অনুরোধ করেছেন যাতে তাঁদের সন্তানদের ছবি না তোলা হয়। এখন বেশ কিছুটা সময় তাঁদের বিদেশেই থাকতে দেখা যায়। ফলে অনেকেই অনুমান করছেন, যে ভবিষ্যতে সত্যিই তবে এমনটা ঘটতে চলেছে।