টেবিলে সাজানো কেক। মায়ের পরনে নীল রঙা শাড়ি। মেয়েও পরে রয়েছেন নীল রঙের ড্রেস। মেয়ে অর্থাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। মায়ের জন্মদিন ছিল রবিবার। কাছের মানুষদের নিয়ে বাড়িতেই সেলিব্রেট করলেন অভিনেত্রী। পরিবারের সদস্যদের উপস্থিতিতে দিনটা রঙিন হয়ে উঠেছিল।
কিন্তু মেয়ে নাকি বৌমা? সম্পর্কে তিনি অপরাজিতার শাশুড়ি-মা। অর্থাৎ অপরাজিতা বৌমাই বটে। কিন্তু সম্পর্কটা মা-মেয়ের থেকে কোনও অংশে কম নয়। বরং বেশি। মায়ের কাছে আবদার যেমন করতে পারেন তিনি। তেমনই অভিমানও করেন মায়ের উপর। শাশুড়ি মায়ের সঙ্গে অপরাজিতার সম্পর্ক এতটাই স্পেশ্যাল।
আরও পড়ুন, ‘টুম্পা সোনা’ গানের সঙ্গে এবার নাচলেন শ্রীলেখা মিত্র!
মায়ের জন্মদিনের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অপরাজিতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, মা হাজার জন্মদিন যেন পালন করতে পারি তোমার।’
এর আগে বহু সাক্ষাৎকারে অপরাজিতা জানিয়েছেন, অনেক কম বয়সে বিয়ে করেছিলেন তিনি। ফলে বড় হয়ে ওঠা পুরোটাই শ্বশুরবাড়িতে। প্রথম থেকেই শাশুড়ি মা তাঁকে আগলে রেখেছিলেন। প্রশ্রয় দিয়েছেন সব কাজে। কেরিয়ারে এত সাফল্য মায়ের সাপোর্ট ছাড়া সম্ভব ছিল না। তাই মায়ের সঙ্গে সম্পর্কটা তাঁর বরাবরই খুব স্পেশ্যাল।
বাড়ির যে কোনও পুজোতে শাশুড়ির সঙ্গে হাত মিলিয়ে কাজ করেন অপরাজিতা। যে কোনও উৎসব-অনুষ্ঠানে আগে ঠিক করে দেন মায়ের শাড়ি, গয়না। আর শাশুড়িও তাঁকে মেয়ের মতোই স্নেহ করেন, ভালবাসেন। তাই মায়ের জীবনের এই স্পেশ্যাল দিনটা প্রতি বছর আলাদা করে সেলিব্রেট করেন অপরাজিতা। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের ছবি দেখে তাঁর অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন দু’জনকেই।
আরও পড়ুন, ‘মিস্টার অ্যান্ড মিসেস…’ এই দম্পতিকে চিনতে পারছেন?