Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মিস্টার অ্যান্ড মিসেস…’ এই দম্পতিকে চিনতে পারছেন?

না! সঠিক উত্তরদাতার জন্য সত্যিই কোনও পুরস্কার নেই।

‘মিস্টার অ্যান্ড মিসেস...’ এই দম্পতিকে চিনতে পারছেন?
দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Dec 07, 2020 | 2:18 PM

সিঁদুরে লাল ঢাকাই শাড়িতে সেজেছেন তিনি। খোলা চুলের মায়া শীত সন্ধ্যার উষ্ণতা আরও বাড়িয়ে দিয়েছে। পাশেই কর্তা। কালো পাঞ্জাবি আর জহরকোটে তিনিও জবরদস্ত মাঞ্জা দিয়েছেন। কিন্তু মুখ দেখে কি বোঝা যাচ্ছে এই দম্পতির আসল পরিচয়?

না! সঠিক উত্তরদাতার জন্য সত্যিই কোনও পুরস্কার নেই। কারণ এই দম্পতিকে টলিউডে সকলেই চেনেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) এবং তাঁর স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। শুধু নিজেদের ছবিটা একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করেছেন তাঁরা। আর সেই ছবিই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস রশিদ মুখার্জী।’

আরও পড়ুন, ‘টুম্পা সোনা’ গানের সঙ্গে এবার নাচলেন শ্রীলেখা মিত্র!

বিবাহিত জীবনের এক বছর কাটিয়ে ফেললেন সৃজিত-মিথিলা। গত ডিসেম্বরে চার হাত এক হয়েছিল। আর ২০২০-র ফেব্রুয়ারিতে হয়েছিল গ্র্যান্ড রিসেপশন। যৌথ যাপনের এক বছর নিজেদের মতো করে সেলিব্রেট করছেন দম্পতি। আয়রাকে সঙ্গে নিয়েই সুন্দরবনে একান্তে সময় কাটালেন তাঁরা। সে ছবিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। সুন্দরবনের পারিবারিক বেড়ানোর ছবি শেয়ার করে মিথিলা লিখেছিলেন, ‘এক বছর হয়ে গেল! অ্যাডভেঞ্চার এখনও চলছে… চিয়ার্স পার্টনার..।’

দিন কয়েক আগে আয়রাকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছিলেন সৃজিত-মিথিলা। সৃজিত লিখেছিলেন, ‘আমার জীবনের প্রথম ১২টা শীত কলকাতা চিড়িয়াখানা যাওয়া ছাড়া অসম্পূর্ণ ছিল। বাবার সঙ্গে যেতাম। বাবাও আমার মতোই উত্তেজিত থাকত। চিড়িয়াখানা নিয়ে নানা রকম গল্প বলত বাবা। বিভিন্ন তথ্যও দিত। কিছুই বদলায়নি। কেউ দূরে চলে যায় না। আসলে সবই ফিরে আসে। ফিরে আসে অন্য কোনও ভাবে।’

আরও পড়ুন, বয়স কত? উত্তর দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় স্বয়ং

সৃজিত এবং আয়রার সম্পর্কটা আসলে সহজ বন্ধুত্বের। আয়রার বয়সের মতো করে তাঁর সঙ্গে মেশার চেষ্টা করেন তিনি। আয়রাও তাই সৃজিতকে ঠিক বন্ধু ভাবে। সৃজিত-মিথিলার বিয়ের এক বছর তো বটেই। সৃজিত-আয়রার বন্ধুত্বেরও বর্ষপূর্তি!