Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘টুম্পা সোনা’ গানের সঙ্গে এবার নাচলেন শ্রীলেখা মিত্র!

‘রেস্ট ইন প্রেম’ সিরিজের এই গানটির নেপথ্যে রয়েছেন আরব দে।

‘টুম্পা সোনা’ গানের সঙ্গে এবার নাচলেন শ্রীলেখা মিত্র!
শ্রীলেখা মিত্র।
Follow Us:
| Updated on: Dec 07, 2020 | 12:00 PM

জানলা দিয়ে বউ পালানোর পরই, লাইফে টুম্পা এল…। কে বউ, আর কে এই টুম্পা (Tumpa Sona), এ নিয়ে এই মুহূর্তে ওয়েব অডিয়েন্সের কোনও কনফিউশন থাকার কথা নয়। কারণ পরিচালক অরিজিৎ সরকারের ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের ‘টুম্পা সোনা’ গান রীতিমতো ভাইরাল। সাধারণ দর্শক থেকে সেলেব্রিটি সকলেই নাচছেন এই গানের তালে। কখনও অনির্বাণের বিয়েতে সৃজিত, অনির্বাণ, রুদ্রনীল। কখনও বা ধারাবাহিক ‘খড়কুটো’র অফ ক্যামেরায় চলছে টুম্পা গানের সঙ্গে নাচ। এবার নাচলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

শ্রীলেখার একমাত্র মেয়ের প্রি-বার্থডে সেলিব্রেশনের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং। ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কেক কেটেছে মেয়ে। বিভিন্ন রকম পছন্দের মেনুতে সাজানো ডিনার টেবিল। আর তারপর সেলিব্রেশন। সেখানেই এই ভাইরাল হওয়া গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নিজের মতো করে নাচের তালে পা মিলিয়েছেন শ্রীলেখা।

নিজের শর্তে জীবন বাঁচেন শ্রীলেখা। কেরিয়ার এবং ব্যক্তিজীবন ব্যালান্স করেন সমানতালে। মেয়ের জন্মদিন অর্থাৎ তাঁরও মা হওয়ার জন্মদিন। প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আনন্দের মুহূর্ত। সঙ্গে রয়েছে এই ধরনের পারফরম্যান্স।

আরও পড়ুন, বয়স কত? উত্তর দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় স্বয়ং

‘রেস্ট ইন প্রেম’ সিরিজের এই গানটির নেপথ্যে রয়েছেন আরব দে। অভিনয় করেছেন দীপাংশু আচার্য, সায়ন ঘোষের মতো শিল্পীরা। আর টুম্পার ভূমিকায় দর্শক দেখেছেন সুমনা দাসকে। এই সিরিজের দ্বিতীয় পর্ব ইউটিউবে রিলিজের পর ইউটিউব কর্তৃপক্ষ পর্বটি তুলে নেন। পরে তা আবার রিলিজ করা হয়। এই মুহূর্তে রেস্ট ইন প্রেম সিরিজের পাঁচটা পর্বই রিলিজ হয়ে গিয়েছে। সঙ্গে টুম্পা জায়গা করে নিয়েছে দর্শক মনে।

আরও পড়ুন, করোনার ভ্যাকসিন কবে বেরবে, প্রশ্ন করছে ইউভানও