অপারশক্তি খুরানা এবার একাই ‘হিরো’
এখনও অবধি ঈশ্বর আমায় যা দিয়েছেন তার জন্য আমি অভিভূত
মাত্র চার বছরের ফিল্মি জার্নি। ২০১৬ সালে আমির খান অভিনীত দঙ্গল ছবিতে আত্মপ্রকাশ। গত চার বছরে অভিনব সব চরিত্রে নজর কেড়েছেন দর্শকের। অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কোনও অংশে তাঁর দাদা আয়ুষ্মানের থেকে কম নন তিনি। তবে এবার একাই ‘নায়ক’ চরিত্রে অভিনয় করতে চলেছেন আয়ুষ্মানের ভাই অপারশক্তি খুরানা (Aparshakti Khurana)। বিপরীতে রয়েছেন নায়িকা নুতনের নাতিনি প্রনুতন।
আরও পড়ুন এক ছবিতে তিন তিনটে সুপারস্টার
View this post on Instagram
পদার্পনের আগে অপারশক্তি দিল্লির এফ এম স্টেশনে রেডিও জকি ছিলেন। দঙ্গল-এর পরে তিনি ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘স্ত্রী’, ‘লুকা ছুপ্পি’, ‘স্ট্রিট ডান্সার-থ্রি ডি’। নিজের কেরিয়ার নিয়ে ভীষণ খুশি অপারশক্তি। তিি বলেন, “আমার জার্নির দিকে ফিরে তাকালে ভীষণ আনন্দ হয়. আমি জানতান না যে ঈশ্বর আমার জন্যে এত কিছু ভেবেছেন। আমি এখনও লাফালাফি করি, আনন্দ করতে ভালবাসি, খাইদাই, সাহর সঙ্গে নাচগান করি। প্রত্যেক পদক্ষেপ দেখেশুনে ফেলি। এখনও অবধি ঈশ্বর আমায় যা দিয়েছেন তার জন্য আমি অভিভূত।”
View this post on Instagram
অপারশক্তি আরও বলেন, “আমার চারপাশে প্রতিভাবান মানুষ রয়েছেন। কিন্তু সত্যিই জানি না ঈশ্বর কেন আমার প্রতি এতটা দয়ালু হয়েছেন। আমি বিশ্বাস করি সঠিক সময়ে সঠিক কাজ করতে হয়। কোনও কিছুই প্ল্যান করে হয় না। যখন কিছু হওয়ার তা হবেই। তা-ই আমার ক্ষেত্রেও এটা হয়েছে। আমার কোনও অভিযোগ নেই।”
অপারশক্তি-প্রনুতন অভিনীত কমেডি ছবির নাম ‘হেলমেট’। পরিচালক সতরাম রামানি। সমাজে যৌন সুরক্ষার বিষয় নিয়ে কথা বলা আজও সহজ হয়ে ওঠেনি। এ বিষয়ে এক মজাদার গল্পে সাজানো ছবির প্রেক্ষাপট। অপারশক্তি খুরানা ছাড়াও ছবিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আশিস ভার্মা।