AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক ছবিতে তিন তিনটে সুপারস্টার

ঠিক হলিউডি ছবি ‘অ্যাভেঞ্জার্স’-এর কথা মাথায় রেখে কি এ হেন পদক্ষেপ? উত্তর অবশ্য মেলেনি।

এক ছবিতে তিন তিনটে সুপারস্টার
সলমন-হৃতিক-শাহরুখ
| Updated on: Dec 18, 2020 | 7:28 PM
Share

দু’বছর আগে রিলিজ হয়েছিল শাহরুখ খান (Shah rukh Khan) অভিনীত ‘জিরো’। সে ছবি চলেনি এবং তারপর কিং খান স্বেচ্ছায় নির্বাসনে চলে গিয়েছিলেন। তবে এখন আবার তিনি ব্যক টু বলিউড। সৌজন্যে সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’। ইয়াশ রাজ ফিল্মসের বড় বাজেট এ ছবিতে ষাহরুখ ছাড়াও রয়েঠছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। ফিল্মে শাহরুখ এবং দীপিকা স্পেশাল এজেন্ট। এবং জন তাঁদের মূল প্রতিদ্বন্দী।

সম্প্রতি খবরে উঠে এল, সলমন খানকেও (Salman Khan) দেখা যাবে ছবিতে দেখা যাবে। শোনা যাচ্ছে ‘। ইয়াশরাজ ফিল্মসের ‘টাইগার’ ফ্রাঞ্চাইজি সিরিজের ‘টাইগার’ রূপে সলমনকে দেখা যাবে ছবিতে। তবে সূত্রের দেওয়া আরেক খবর আরও বেশি চমকপ্রদ। শুধু সলমন নয় আদিত্য চোপড়া আসন্ন ছবি ‘পাঠান’-এ ইয়াশ রাজ ফিল্মসের ‘স্পেশাল এজেন্ট’ ফ্রাঞ্চাইজির আরেক চরিত্রকেও প্রকাশ্যে আনতে চলেছেন। সিদ্ধার্থ আনন্দ পাঠান ছবির পরিচালক যিনি, এর আগে ওয়ার ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি হৃতিকের সঙ্গে কথা বলেছেন। ‘পাঠান’-এর আরেক মুখ হতে পারে ‘কবীর’ (‘ওয়ার’-এ হৃতিকের চরিত্রের নাম)। যদি সব ঠিকঠাক থাকে দু’জন নয়, মোট তিন তিনজন সুপারস্টারকে দেখা যাবে একই ছবিতে। এও শোনা যাচ্ছে তিনজন সুপারস্টারকে তিনজনের ফ্রাঞ্চাইজি সিরিজে দেখা যেতে পারে। এক ‘স্পাই ইউনিভার্স’ গড়ার লক্ষ্যে হাঁটছে ইয়াশ রাজ ফিল্মস।

আরও পড়ুন পঞ্চাশোর্ধ্ব নায়কের বিপরীতে ১৯ বছরের নায়িকাকে দেখতে বিরক্ত লাগে: দিয়া মির্জা

ঠিক হলিউডি ছবি ‘অ্যাভেঞ্জার্স’-এর কথা মাথায় রেখে কি এ হেন পদক্ষেপ? উত্তর অবশ্য মেলেনি।

তবে যা শোনা যাচ্ছে, হৃতিক রোশন (Hrithik Roshan) এখনও ফিল্মে তাঁর উপস্থিতি নিয়ে কোনও মতামত অবশ্য জানাননি। ‘পাঠান’-এর পরে আদিত্য চোপড়া সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ এবং হৃতিকের সঙ্গে ‘ওয়ার-২’ ছবি নিয়ে কাজ শুরু করবেন।