AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হিন্দু জ্যোতিষীই নাম রেখেছিলেন এ আর রহমানের! জীবনের কোন গোপন কথা ফাঁস করলেন অস্কারজয়ী সুরকার?

হিন্দু বাড়িতেই জন্মেছিলেন এ আর রহমান। জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল দিলীপ কুমার। জানা যায়, রহমানের বাবা অভিনেতা দিলীপ কুমারের ভক্ত হওয়ায় ছেলের নাম রেখেছিলেন দিলীপ কুমার। ছোটবেলা থেকে দিলীপ নামেই পরিচিত ছিলেন সুরকার। তারপর হঠাৎ মৃত্যু হয় রহমানের বাবার। সংসারে নেমে আসে দুর্দিন।

হিন্দু জ্যোতিষীই নাম রেখেছিলেন এ আর রহমানের! জীবনের কোন গোপন কথা ফাঁস করলেন অস্কারজয়ী সুরকার?
| Updated on: Oct 16, 2025 | 4:22 PM
Share

মোটামুটি অনেকেই জানেন অস্কারজয়ী সুরকার এ আর রহমানের জন্মের পর তাঁর মা-বাবা নাম রেখেছিলেন দিলীপ কুমার। পরে ইসলাম ধর্ম নেওয়ার পর রহমানের নাম হয় আল্লারক্ষা রহমান। কিন্তু জানেন কি রহমানকে এই নাম দিয়েছিলেন এক হিন্দু জ্যোতিষী? আর এই নাম দেওয়ার নেপথ্য়ে রয়েছে এক কাহিনীও। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের গোপন অধ্যায় শেয়ার করলেন রহমান।

কী বললেন ‘রোজা’, ‘বম্বে’ খ্য়াত সুরকার?

হিন্দু বাড়িতেই জন্মেছিলেন এ আর রহমান। জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল দিলীপ কুমার। জানা যায়, রহমানের বাবা অভিনেতা দিলীপ কুমারের ভক্ত হওয়ায় ছেলের নাম রেখেছিলেন দিলীপ কুমার। ছোটবেলা থেকে দিলীপ নামেই পরিচিত ছিলেন সুরকার। তারপর হঠাৎ মৃত্যু হয় রহমানের বাবার। সংসারে নেমে আসে দুর্দিন। ঠিক সেই সময়ই ইসলাম ধর্ম গ্রহণ করেন রহমান ও তাঁর পরিবার।

রহমান এক সাক্ষাৎকারে বলেন, ” আমার দিদির অনেক চেষ্টা করেও বিয়ে হচ্ছিল না। এই কারণে মা খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তখন আমাকে মা একজন হিন্দু জ্যোতিষীর কাছে পাঠিয়ে ছিলেন। দিদির কুষ্ঠি বিচার করার পাশাপাশি আমাকে বলেন, তুমি সাধারণ নয়। খুব বড় হবে তুমি। তোমার কপালেই সেটা লেখা। ”

রহমান আরও বলেন, ”সেই জ্যোতিষী আমাকে দুটো নাম দিয়েছিলেন আবদুল রহমান এবং আবদুল রহিম। আমার রহমান নামটা পছন্দ ছিল। তারপর আমার মায়ের কথায় রহমানের সঙ্গে যোগ করলাম আল্লারক্ষা। আর এভাবেই আমার নাম পড়ল এ আর রহমান। তবে হ্য়াঁ, আমার এই রহমান নামটাই ভাল লাগে। কাউকে অপমান না করেই বলছি। দিলীপ নামটা পছন্দ নয়।”