জয়জিতের সঙ্গে বিচ্ছেদ! শ্রেয়া-ঈশান ছবি পোস্ট করে প্রেমের ঘোষণা করলেন?
অভিনেতা জয়জিত্ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের। শ্রেয়ার পদবি দেব। ১৯ বছর বয়সে বিয়ে হওয়ার পর থেকে শ্রেয়া, বন্দ্যোপাধ্যায় পদবি ব্যবহার করেন। জয়জিতের সঙ্গে ২০ বছরের বিয়ে ভেঙেছে সম্প্রতি। TV9 বাংলাকে শ্রেয়া বললেন, ''২০ বছর ধরে একটা বিয়েতে থেকেছি। আমরা একসঙ্গেই বড় হয়েছি বলা যায়। আমাদের বিয়ের সম্পর্কটা রাখা যায়নি, কারণ দূরত্ব তৈরি হয়েছিল। তবে সেটা আমরা আলোচনা করেই ঠিক করেছি। এই নিয়ে আমাদের মধ্যে কোনও মতবিরোধ নেই। আর ছেলের প্রয়োজনে সব জায়গায় আমরা একসঙ্গেই যাই।''

অভিনেতা জয়জিত্ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের। শ্রেয়ার পদবি দেব। ১৯ বছর বয়সে বিয়ে হওয়ার পর থেকে শ্রেয়া, বন্দ্যোপাধ্যায় পদবি ব্যবহার করেন। জয়জিতের সঙ্গে ২০ বছরের বিয়ে ভেঙেছে সম্প্রতি। TV9 বাংলাকে শ্রেয়া বললেন, ”২০ বছর ধরে একটা বিয়েতে থেকেছি। আমরা একসঙ্গেই বড় হয়েছি বলা যায়। আমাদের বিয়ের সম্পর্কটা রাখা যায়নি, কারণ দূরত্ব তৈরি হয়েছিল। তবে সেটা আমরা আলোচনা করেই ঠিক করেছি। এই নিয়ে আমাদের মধ্যে কোনও মতবিরোধ নেই। আর ছেলের প্রয়োজনে সব জায়গায় আমরা একসঙ্গেই যাই।”
টলিপাড়ায় চর্চা, শ্রেয়া নাকি গায়ক ঈশান মিত্রর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। সম্প্রতি জন্মদিন সেলিব্রেট করেছেন শ্রেয়া। সেখানেও উপস্থিত ছিলেন গায়ক ঈশান। শ্রেয়া ঈশানের সঙ্গে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। এভাবেই কি প্রেমের ঘোষণা করলেন শ্রেয়া? TV9 বাংলার প্রশ্নের উত্তরে শ্রেয়া বললেন, ”আমি কোনও প্রেমের সম্পর্কে নেই। আমি বিয়ে ভেঙে যাওয়ার পর নতুন প্রেম করতেই পারি। তাতে কোনও সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে বিষয়টা সেরকম নয়। কিছু বন্ধু থাকে, যাঁরা খুব কাছের হয়। ঈশানের সঙ্গে আমার বন্ধুত্ব খুবই গভীর। নীলায়ন-এর (চট্টোপাধ্যায়) সঙ্গেও আমার ভালো বন্ধুত্ব।” বিবাহবিচ্ছেদের আগে থেকেই শ্রেয়া তাঁর মাসির বাড়িতে থাকেন। প্রায় দু’ বছরের বেশি সময় ধরে সেপারেশনে ছিলেন জয়জিত্-শ্রেয়া। এখন আইনত তাঁদের বিয়ে ভেঙে গিয়েছে।
ঈশান মিত্র এখন টলিপাড়ার ভীষণই নামী গায়ক। দেবের ছবিতে নিয়মিত তাঁর গান থাকে। মঞ্চেও ঈশানের পারফরম্যান্স নজরকাড়া।
