পঞ্চম বিবাহবার্ষিকী, সৃজাকে কীভাবে শুভেচ্ছা জানালেন অর্জুন?
ছবিতে দেখা যাচ্ছে, মেরুন রঙা পাঞ্জাবিতে এক্কেবারে বিয়ের পোশাকে অর্জুন। আর সৃজার পরনে লাল বেনারসি। সিঁদুরে, মুকুটে একেবারে বিয়ের সাজ। বিয়ের দিনের ক্যান্ডিড এই ছবি। বাইরের আলোর সাজ যেন প্রতীকী হয়ে উঠেছে তাঁর সম্পর্কের জন্যও। সেখানেও আলোর মালা।
প্রাইভেট পার্সন। এই বিশেষণ যে সব শিল্পীর ক্ষেত্রে প্রযোজ্য, তাঁদের মধ্যে অন্যতম হলেন টলিউড (Tollywood) অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)। সোশ্যাল পোস্টে মাঝে মধ্যে নিজের ব্যক্তি জীবনের ঝলক অনুরাগীদের জন্য থাকে বটে, কিন্তু আদতে তিনি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। এ হেন অর্জুন এবং তাঁর স্ত্রী সৃজা সেনের আজ বিবাহবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের একটি ছবি শেয়ার করে সৃজাকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।
ছবিতে দেখা যাচ্ছে, মেরুন রঙা পাঞ্জাবিতে এক্কেবারে বিয়ের পোশাকে অর্জুন। আর সৃজার পরনে লাল বেনারসি। সিঁদুরে, মুকুটে একেবারে বিয়ের সাজ। বিয়ের দিনের ক্যান্ডিড এই ছবি। বাইরের আলোর সাজ যেন প্রতীকী হয়ে উঠেছে তাঁর সম্পর্কের জন্যও। সেখানেও আলোর মালা।
View this post on Instagram
অর্জুন সৃজাকে ট্যাগ করে লিখেছেন, ‘আমাকে পছন্দ করে নেওয়ার জন্য ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী। এটা তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকী।’
অন্যদিকে বিয়ের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন সৃজাও। তিনি লিখেছেন, প্রেমে পড়ার সময় তাঁরা ছোট ছিলেন। ধীরে ধীরে পেরিয়ে গিয়েছেন অনেকটা পথ।
View this post on Instagram
অর্জুন এবং সৃজার বন্ধুত্ব দীর্ঘদিনের। স্কুল বেলার বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। দাম্পত্যের মধ্যে এখনও বন্ধুত্ব জমজমাট। ইন্ডাস্ট্রির বাইরেই অর্জুনের বন্ধু মহল। আর ইন্ডাস্ট্রির মধ্যে অধিকাংশই সহকর্মী। তাই কাজের শেষে নিজের মতো করে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে তাঁর কোনও অসুবিধে হয় না। সেই গ্রুপে থাকেন সৃজাও। আজ এই বিশেষ দিনে ইন্ডাস্ট্রির সহকর্মীদের পাশাপাশি বহু অনুরাগীও শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।
আরও পড়ুন, নিজের ছবি পোস্ট করে লিখলেন, ‘কামিং সুন’, দেবের পোস্ট কি ইঙ্গিতপূর্ণ?
অর্জুন এবং সৃজা এক কন্যা সন্তানের বাবা-মা। কন্যার ছবি হয়তো তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, কিন্তু কখনও তার মুখ দেখা যাচ্ছে না। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে পছন্দ করেন বলেই সম্ভবত এমন সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।