AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘খোঁজ চালিয়ে যেও…’, মালাইকার জন্মদিনে কীসের ইঙ্গিত দিলেন প্রাক্তন প্রেমিক অর্জুন?

সোশাল মিডিয়াতেই তাঁদের উপস্থিতি। তাছাড়া ফিল্মি পার্টিতে হায় হ্যালো! অর্জুনকে নিয়ে মালাইকা কিছু না বললেও, অর্জুন যে মালাইকাকে ভুলতে পারছেন না, তা কিন্তু বেশ স্পষ্ট অর্জুনের নানা পোস্ট ও ব্যবহারে। এই যেমন, বৃহস্পতিবার মালাইকার ৫২ তম জন্মদিনে মালাইকাকে উইশ করতে গিয়ে, এমন এক পোস্ট করলেন অর্জুন, যা দেখে বলিউডে নতুন গুঞ্জন শুরু।

'খোঁজ চালিয়ে যেও...', মালাইকার জন্মদিনে কীসের ইঙ্গিত দিলেন প্রাক্তন প্রেমিক অর্জুন?
| Updated on: Oct 24, 2025 | 1:16 PM
Share

প্রেমে চলেছে বেশ কয়েক মাস। লোকে তো ভেবেছিলেন, এই বুঝি বিয়ে করলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। এমনকী, দুজনে মিলে ফ্ল্য়াট কিনে, বিয়ের গুঞ্জনে পারদ চড়িয়ে ছিলেন। তবে আচমকাই সব শেষ। সম্পর্ক ভাঙল। অর্জুনের থেকে আলাদা হলেন সুন্দরী মালাইকা। ব্যস, আর কি, সোশাল মিডিয়াতেই তাঁদের উপস্থিতি। তাছাড়া ফিল্মি পার্টিতে হায় হ্যালো! অর্জুনকে নিয়ে মালাইকা কিছু না বললেও, অর্জুন যে মালাইকাকে ভুলতে পারছেন না, তা কিন্তু বেশ স্পষ্ট অর্জুনের নানা পোস্ট ও ব্যবহারে। এই যেমন, বৃহস্পতিবার মালাইকার ৫২ তম জন্মদিনে মালাইকাকে উইশ করতে গিয়ে, এমন এক পোস্ট করলেন অর্জুন, যা দেখে বলিউডে নতুন গুঞ্জন শুরু।

তা কী লিখলেন অর্জুন?

৫২-তে পা দিলেন মালাইকা অরোরা। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই। এখনও তিনি বলিউডের সেই হট আইটেম গার্ল, যে কিনা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে যে কাউকে। সেই সুন্দরী প্রাক্তণকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অর্জুন কাপুর।

অর্জুন লিখলেন, ”শুভ জন্মদিন। সব সময় এমনই থেকো। তোমার কেরিয়ার গ্রাফ উর্ধ্বে থাকুক। এরকমই হাসতে থেকো। আর হ্যাঁ, খোঁজ চালিয়ে যাও…! ” অর্জুনের এই উক্তির মধ্যে দিয়েই নিন্দুকরা ইঙ্গিত পাচ্ছেন, হয়তো অর্জুন ভালবাসার মানুষের খোঁজের কথাই বলছেন। তবে এই নিয়ে মালাইকা কিন্তু কোনও মন্তব্য করেননি। বরং এড়িয়েই গিয়েছেন।

প্রসঙ্গত, এই সাক্ষাৎকারে মালাইকা আরও বলেন, আমি প্রচণ্ড রোমান্টিক মানুষ, ভালবাসায় থাকতে আমার ভাল লাগে। তাই প্রেম ও বিয়ের জন্য আমার মনের দরজা সব সময়ই খোলা! হয়তো দুম করেই ঘটে যেতে পারে সব।

মালাইকার এই কথা থেকেই গুঞ্জনপাড়া ইঙ্গিত পেল মালাইকার দ্বিতীয় বিয়ের। তবে কবে বিয়ে? পাত্র অর্জুন কাপুর কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে, মালাইকা কিন্তু মুখে কুলুপই এঁটেছেন। উলটে এক ফালি হেসে বলেছেন, ”সব সময়ের অপেক্ষা।”

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অর্জুন কাপুরের সঙ্গে বহুদিন প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন মালাইকা। তবে গত বছর দুজনেই প্রকাশ্যে জানিয়ে দেন, তাঁরা সিঙ্গল। তারপর থেকেই গুঞ্জনে আসে মালাইকা নাকি নতুন সম্পর্কে রয়েছেন। তবে এই নিয়ে গুঞ্জন রটলেও, মালাইকা কিন্তু স্পিকটি নট।