গওহর জানের জীবনকে ভিত্তি করে তৈরি নাটক বহু বছর পর ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’ ২০২১ সাল থেকে থিমেয়ার প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। নাম ভূমিকায় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ২০২২ সালের পর ২ বছরের বিরতি। ২০২৪ সালে নয়া লুকে ফিরল এই নাটক। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হয়। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তবে থেকেই চলছে এই নাটকের গ্লোবাল ট্যুর।
‘মাই নেম ইজ জান’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। প্রশংসিত হচ্ছে বিভিন্ন গুনীজনের মুখে মুখে। মুম্বই, দিল্লি, কলকাতা-সহ একাধিক শহরে আয়োজিত হচ্ছে অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘মাই নেম ইজ জান’-এর শো। আগামী ৬ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে এই নাটক। এই বার বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে নাটকে। যদিও এই শো-এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী অর্পিতা। তবে এই নাটককে সফল করতে যুক্ত রয়েছেন অনেকে। কিছু দিন আগে পারকশন বাদক নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। এবার এই শো-এর সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা ভাগ করে নিলেন সুদীপ সান্যাল। তিনি এই শো-এ আলোর দায়িত্বে রয়েছেন। সুদীপ বললেন, “অর্পিতার সঙ্গে আমার এটা প্রথম কাজ। সাধারণত এই ধরনের কাজে অভিনেত্রীদের করতে দেখা যায় না। তবে যেভাবে তিনি একা মঞ্চে পুরো শো মঞ্চস্থ করেন, সত্যিই কুর্ণিশ জানাই। খুব পজিটিভ একটা অভিজ্ঞতা হয়েছে কাজ করতে গিয়ে। আমরা তাঁকে শুধুই সঙ্গত করেছি। খুব ভাল একটা অভিজ্ঞতা।”
উল্লেখ্য, কেন ‘গওহর জান’-এর জীবনীই বেছে নিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়? সেই কারণ নিজেই জানিয়েছিলেন তিনি। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অর্পিতা। “এই বিষয়টি আমি বেছে নিইনি। অবন্তী এবং এই প্রোডাকশনের যিনি সৃজনশীল প্রযোজক তাঁরা দুজনে মিলে ভেবেছিলেন গওহর জানের কথা। মঞ্চে অভিনয় করার ইচ্ছা আমার বরাবরই ছিল। ‘নটীর পূজা’ নাটকটি আমি করেছি স্বপ্নসন্ধানীর সঙ্গে। তার পর মঞ্চে অভিনয় করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। অভিনয়ের একটা অসাধারণ মাধ্যম মঞ্চ। অভিনেত্রী হিসাবে আমার মনে হয় প্রতিটি অভিনেতার একবার মঞ্চে অভিনয় করা উচিত ভাল অভিনেতা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য। তাই ইচ্ছাটা বরাবরই ছিল। তার পরেই অবন্তীর যোগাযোগ হয়। ও বলেছিল, “তুমি তো গানও গাইতে পারো।” তার পরেই নানা আলোচনা চলে এবং তৈরি হয় মাই নেম ইজ জান।
আগামীতে কোথায় কোথায় শো–
৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি
২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ
৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা