AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICU-তে মৃত্যুর সঙ্গে লড়ছেন পবনদীপ! ‘বন্ধু’ অরুণিতা লিখলেন…

উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় পবনদীপ। হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি। গায়কের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ড্রাইভার এবং বন্ধু অজয় মাহার।

ICU-তে মৃত্যুর সঙ্গে লড়ছেন পবনদীপ! 'বন্ধু' অরুণিতা লিখলেন...
| Updated on: May 06, 2025 | 6:08 PM
Share

সোমবার সকালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন। দুর্ঘটনার ফলে গুরুতর আহত হয়েছেন পবনদীপ। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ৬ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলেছে পবনদীপের। হাত, পায়ের হাড় ভেঙেছে গায়কের। মাথাতেও গুরুতর চোট রয়েছে। আগামী তিনদিন চিকিৎসকদের কড়া নজরে থাকবেন তিনি। শারীরিক অবস্থা বুঝেই পরবর্তী পদক্ষেপ করবেন চিকিৎসক।

উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় পবনদীপ। হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি। গায়কের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ড্রাইভার এবং বন্ধু অজয় মাহার।

 

ইন্ডিয়ান আউডল ১২ থেকেই নজরে পড়েন গায়ক পবনদীপ। ছিনিয়ে নিয়েছিলেন সেবারের ইন্ডিয়ান আইডলের সেরার শিরোপা। তারপর থেকেই পবনদীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার, সিনেমাতেও গান গাইছিলেন তিনি। উত্তরাখন্ডের ছেলে পবনদীপ, রাতারাতি তারকা হয়ে ওঠেন। বাংলার মেয়ে গায়িকা অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল, ইন্ডিয়ান আইডল শো চলার সময়। তবে প্রেম গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কেউ।

হাসপাতালের ভিডিও ফেসবুকে শেয়ার (যদিও এই ফেসবুক প্রোফাইল ব্লু টিক ভেরিফায়েড নয়) করে লেখা রয়েছে, ‘সবাই পবনদীপের জন্য প্রার্থনা করুন। পবনদীপ যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক।’ আরেকটি পোস্টে দেখা যাচ্ছে পবনের সঙ্গে ছবি দিয়ে লেখা রয়েছে, ‘তোমাকে মিস করছি!’