বিচ্ছেদের পর আবারও চর্চায় আরিয়ান, এবার নতুন রূপে নায়ক
Aryan Bhowmik: লক্ষণীয় সম্প্রতি আরিয়ান চর্চায় ছিলেন বিচ্ছেদের জন্য। টেলিভিশনের অভিনেত্রী নন্দিনী দত্তর সঙ্গে তাঁর প্রেম চলছিল। তবে সম্পর্ক টেকেনি। আরিয়ান অবশ্য জানিয়েছিলেন, এতে তিনি ভেঙে পড়েননি।

নতুন এক থ্রিলার ছবিতে জুটি বেঁধে দেখা যাবে শুভঙ্কি ধর আর আরিয়ান ভৌমিককে। ছবির নাম ‘স্লেয়ার’। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপায়ন এম। ছবিটা যা একজন ডাক্তারের জীবনের উপর ভিত্তি করে তৈরি। কীভাবে তার জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয়, তা রয়েছে ছবিতে। প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক আর শুভঙ্কি ধর। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্যকে।
পরিচালক দ্বৈপায়নের কথায়, ‘এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ানকে নতুন জুটি হিসাবে দর্শক উপহার পাবে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। এই ছবিতে পুরোপুরি থ্রিলার মোড়কে গল্প দেখানো হবে। আশা করছি দর্শকদের ভাল লাগবে।’ অভিনেত্রী শুভঙ্কি বলেন, ‘এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবেন। আরিয়ান ভৌমিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভাল। আশা করছি প্রজেক্টটা সবার খুব ভাল লাগবে।’ ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। ছবিতে মিউজিকের দায়িত্বে রয়েছেন প্রীতম দেব। চলতি বছরে প্রযোজক অমিত সিনহার প্রযোজনাতে ‘অ্যাম্পল ড্রিমস ডেভেলপারস’ এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
লক্ষণীয় সম্প্রতি আরিয়ান চর্চায় ছিলেন বিচ্ছেদের জন্য। টেলিভিশনের অভিনেত্রী নন্দিনী দত্তর সঙ্গে তাঁর প্রেম চলছিল। তবে সম্পর্ক টেকেনি। আরিয়ান অবশ্য জানিয়েছিলেন, এতে তিনি ভেঙে পড়েননি। নিজের কাজ ঠিকমতো চালিয়ে যাচ্ছেন অভিনেতা। কাকাবাবু সিরিজের ছবিতে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তাঁকে। একটা নতুন ধারাবাহিকে কাজ করছেন। তার ফাঁকেই এই বাংলা ছবির শুটিং করলেন আরিয়ান।





