Aryan Khan: আরিয়ানের অপেক্ষায় মন্নত থেকে জেলের উদ্দেশে রওনা দিলেন শাহরুখ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 30, 2021 | 9:45 AM

আরিয়ানের জামিনের জন্য মুম্বই হাই কোর্টে লড়েছেন আইনজীবী মুকুল রোহতগি। শাহরুখের দীর্ঘদিনের বান্ধবী ও সহকর্মী জুহি চাওলা ১ লাখ টাকার জামিনপত্রে সই করেছেন। 

Aryan Khan: আরিয়ানের অপেক্ষায় মন্নত থেকে জেলের উদ্দেশে রওনা দিলেন শাহরুখ
পরিকল্পনা করেই ফাঁসানো হয়েছিল আরিয়ানকে? ফাইল চিত্র।

Follow Us

আর কিছুক্ষণের অপেক্ষা। আজ শনিবারই জেলের বাইরে বেরিয়ে আসতে পারেন আরিয়ান খান। এই মুহূর্তের জন্যই দীর্ঘ ২৭দিন অপেক্ষায় খান পরিবার ও প্রিয়জনরা। আরিয়ান জামিনে ছাড়া পেয়েছেন বৃহস্পতিবার। তাঁকে জামিন দিয়েছে মুম্বই হাই কোর্ট। ছাড়া পেয়েছেন আরিয়ান ও তাঁর সঙ্গে আরও দুই অভিযুক্ত মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্ট। ছেলের অপেক্ষায় মন্নত থেকে জেলের উদ্দেশে রওনা দিয়েছেন শাহরুখ।

শনিবার সকালে মন্নত থেকে বেরতে দেখা গিয়েছে শাহরুখকে। আর্থার রোডের জেলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। শুক্রবার আরিয়ানের আইনজীবীরা আর্থার রোডের জেলে গিয়ে বেল বক্সে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। দিনে চারবার খোলা হয় বেল বক্সটি। শনিবার সকালে জেল কর্মীদের বেল বক্স খুলতে দেখা যায়। তারপর আরিয়ানের জামিনের যাবতীয় কাজ শুরু হয়।

আরিয়ানকে জামিন পাইয়ে দিতে মুম্বই হাই কোর্টে লড়েছিলেন আইনজীবী মুকুল রোহতগি। শাহরুখের দীর্ঘদিনের বান্ধবী ও সহকর্মী জুহি চাওলা ১ লাখ টাকার জামিনপত্রে সই করেছেন। তবে জেল থেকে ছাড়া পাওয়ার পরও অনেক রকম নিয়মকানুন মেনে চলতে হবে আরিয়ানকে।

অন্য়দিকে ছেলে জেল থেকে না ফেরা পর্যন্ত মন্নতে মিষ্টি খাওয়া বন্ধ রেখেছিলেন গৌরী। অন্যদিকে সলমনের বাবা-মা সেলিম খান ও হেলেন রোজ আরিয়ানের জন্য প্রাথর্না করতেন। বৃহস্পতিবার সকালেই (আজ) সোশ্যাল মিডিয়া স্টোরিতে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলে আরিয়ানের সমর্থনে মুখ খুলেছিলেন হৃত্বিক রোশন। দাদা জেলে, তাই অসুস্থ হয়ে পড়েছিলেন বোন সুহানা। আর শাহরুখ? দুশ্চিন্তা ও ক্লান্তির ছাপ ছিল তাঁর চেহারাতেও। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। ৫৬ বছর বয়সে পা দেবেন তারকা। জন্মদিনের আগে ছেলেকে কাছে পাচ্ছেন, দীপাবলি কাটাবেন একসঙ্গে এতেই বা কম কীসের!

আরও পড়ুন: Aryan Khan Drug Case: ২৫ দিন জেলবন্দি থাকার পর জামিন পেলেন মাদক-কাণ্ডে অভিযুক্ত আরিয়ান

Next Article