বাড়ছে করোনা-সংক্রমণ, পিছিয়ে গেল ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিংয়ে সত্যি গেরো লেগেছে। সেই ২০১৮ থেকে ছবির শুটিং শুরু হয়েছে। তারপর একটার পর একটা বাঁধা। ২০২১ পড়ে গেল, তবু ছবির শুটিং এখনও শেষ হল না।
দেশজুড়ে দ্বিতীয় দফায় করোনার ঢেউ আছড়ে পড়েছে। করোনা-সংক্রমণ হু হু করে বাড়ছে। মহারাষ্ট্রের অবস্থা বেশ শোচনীয়। ৩০ এপ্রিল পর্যন্ত সপ্তাহান্তিক লক ডাউন শুরু হয়েছে। রাতে চলছে কার্ফু। এই অবস্থায় অনেক ছবির রিলিজ পিছিয়ে দেওয়া হয়েছে। কঙ্গনা রানাওয়াতের ‘থালাইভি’, ‘বান্টি অউর বাবলি ২’, অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’-র মত ‘বিগ টিকিট মুভি’-র রিলিজ পিছিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থাগুলো। শুধু ছবি-রিলিজ নয়, অনেক ছবির শুটিংও বন্ধ করে দেওয়া হচ্ছে।
View this post on Instagram
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিংয়ে সত্যি গেরো লেগেছে। সেই ২০১৮ থেকে ছবির শুটিং শুরু হয়েছে। তারপর একটার পর একটা বাঁধা। ২০২১ পড়ে গেল, তবু ছবির শুটিং এখনও শেষ হল না। এই প্রথম রণবীর কাপুর এবং আলিয়া ভাট একসঙ্গে কাজ করছেন। কিন্তু অভিজ্ঞতা মোটেই ভাল না। না না কারণে শুটিং বিঘ্নিত হচ্ছে। শুটিং প্রায় শেষের পথে এসে গিয়েছিল। একটি গান এবং কয়েকটা দৃশ্যের শুটিং শুধু বাকি। আগের বছর অতিমারির কারণে শুটিং করা সম্ভব হয়নি। এবছর শুটিং শুরু করার কথা ছিল। সেই মত ফিল্মসিটিতে সেটও তৈরি করা হয়েছিল। গানের দৃশ্যের শুটটা সেরে ফেলবেন বলে ঠিক করেছিলেন পরিচালক। কোরিওগ্রাফি করার কথা ছিল গণেশ আচার্যর। শুটিংয়ের সব ঠিকঠাক, কিন্তু রণবীর কাপুর করোনায় আক্রান্ত হলেন। কিছুদিন পর আবার আলিয়া ভাটও কোভিড পজিটিভ হলেন। শুটিং করা সম্ভব হল না। এরপর ওঁরা যখন সুস্থ হলেন, তখন মহারাষ্ট্রজুড়ে লকডাউন শুরু হল। মহারাষ্ট্র সরকার ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত শুটিং বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন। স্বাভাবিকভাবেই পিছিয়ে দিতে হল ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং। এই সুযোগে রণবীর-আলিয়া ছুটি পেয়ে মালদ্বীপে বেড়াতে চলে গেলেন।
আরও পড়ুন:করোনা মুক্ত হয়েই বেড়াতে গেলেন রণবীর-আলিয়া
প্রসঙ্গত উল্লেখযোগ্য, শাহরুখ খানের ‘পাঠান’-এর শুটিংও বন্ধ করে দেওয়া হয়েছে।