শুধুই তো জামা কাপড় খোলা…! সানি লিয়নের সঙ্গে ছবি করতে গিয়ে কী করেছিলেন আসরানি?
মুম্বইয়ের জুহু এলাকার আরোগ্য নিধি হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন অভিনেতা। ফুসফুসে জল জমেছিল অভিনেতার। কয়েকদিন ধরেই জীবনমরণ লড়াই চালাচ্ছিলেন ৮৪ বছরের এই বর্ষীয়ান অভিনেতা। তবে শেষরক্ষা হল না।

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আসরানির মৃত্যুর শোক এখনও কাটেনি বলিউড অন্দরে। ঠিক সেই সময়ই জানা গেল, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সোশাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ছিলেন। তার কিছুক্ষণ পরেই সব শেষ।
এই মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আসরানির এক পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি সানি লিয়নকে নিয়ে মন্তব্য করেছিলেন। স্পষ্টই বলেছিলেন, সানি লিয়নের সঙ্গে অভিনীত মস্তিজাদে ছবিতে অভিনয় করাটা তাঁর জীবনের বড় ভুল।
ভাইরাল হওয়া সাক্ষাৎকারে কী বলেছিলেন আসরানি?
পিটিআই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসরানি বলেছিলেন, মস্তিজাদে ছবিতে অভিনয় করা আমার একেবারেই উচিত হয়নি। শুধুই নগ্নতা। কথায় কথায় জামা কাপড় খোলা। ডবল মিনিং কথাবার্তা। আমি ভাবতেই পারিনি ছবিটা এতো নোংরা রুচির হবে। আমার সারা জীবনের আপসোস।
মুম্বইয়ের জুহু এলাকার আরোগ্য নিধি হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন অভিনেতা। ফুসফুসে জল জমেছিল অভিনেতার। কয়েকদিন ধরেই জীবনমরণ লড়াই চালাচ্ছিলেন ৮৪ বছরের এই বর্ষীয়ান অভিনেতা। তবে শেষরক্ষা হল না। দীপাবলির আলোর মাঝেই হারিয়ে গেলেন হিন্দি সিনেমার জনপ্রিয় কমেডিয়ান আসরানি।
হিন্দি সিনেমায় তাঁর রাজত্ব ছিল প্রায় পাঁচ দশক। থিয়েটার থেকেই সিনেমায় পা রাখা। তাঁর পুরো নাম গোবর্ধন আসরানি। তবে ইন্ডাস্ট্রিতে আসরানি নামেই পরিচিত। রাজস্থানের জয়পুরে জন্ম তাঁর। মুম্বইতে পা রাখা একেবারেই অভিনয়ের নেশায়। পার্শ্ব চরিত্রে থেকেও টক্কর দিতেন সেই সময়ের দাপুটে অভিনেতার।
