একই বছরে শাহরুখ-সলমনকে হারাবে বলিউড, ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণীতে তোলপাড় নেটপাড়া
Bollywood Controversy: যদিও সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার সিং নিজেই এবার দুই সুপারস্টারকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে বসলেন। সম্প্রতি সিদ্ধার্থ কননকে দেওয়া এক সাক্ষাৎকারে সুশীল সিং বললেন...

শাহরুখ খান-সলন খান, বলিউডের দুই সুপারস্টার। টিনসেল টাউনের দুই স্তম্ভও বলা চলে। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সিনেপাড়ায় রাজত্ব করে চলেছেন তাঁরা। একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা। এই সুপারস্টাপদের নিয়ে তাই দর্শকমনে কৌতূহলের অন্ত নেই। তাঁদের অতীত থেকে ভবিষ্যৎ, সবটা ঘিরে অনুরাগীদের প্রশ্ন বর্তমান। অতীত নিয়ে একাধিকবার স্টারেরা মুখ খললেও ভবিষ্যৎ! তা নিয়ে প্রশ্ন কারই না থাকে। কেউ কেউ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস রাখেন, তাঁরা হাতের রেখা কিংবা জন্মছক বিচার করে জানান চেষ্টা করেন, জীবনের পরবর্তী অধ্যায় কেমন হতে চলেছে, কেউ কেউ আবার কর্মফলে বিশ্বাসী। তাঁরা এই বিষয়টায় খুব একটা আস্থা রাখেন না।
যদিও সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার সিং নিজেই এবার দুই সুপারস্টারকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে বসলেন। সম্প্রতি সিদ্ধার্থ কননকে দেওয়া এক সাক্ষাৎকারে সুশীল সিং বললেন, “শাহরুখের সময় বেশ ভালই যাচ্ছে। সলমনের জন্যে সময় ভাল নয়। ২০২৫ থেকে ২০২৭-এ কোনও পরিবর্তনই আসবে না। বরং সামনেই তাঁর এক ভয়ানক অসুখ হতে চলেছে। যার নাম নিতেই মানুষ ভয় পায়। শাহরুখ-সলমন একই বছরে প্রয়াত হবেন। দু’জনের বয়স যখন ৬৭ বছর হবে তখন তাঁরা মৃত্যুর কোলে ঢোলে পড়বেন।”
এখানেই শেষ নয়, এদিনের সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “সলমন সুস্থ হয়ে উঠতে পারবেন না। শেষ সময়টা তাঁর খুব কষ্টে কাটবে।” যদিও এই সব ভবিষ্যদ্বাণী শুনে মোটেও চুপ করে থাকতে পারলেন না অনুরাগীরা। রে-রে করে উঠল নেটপাড়া। কেউ ব্যঙ্গ করে লিখলেন, “এই তো ভগবান বসে আছে, এসে সকলে দেখে যান, কেমন-কেমন মানুষ এই পৃথিবীতে বাস করে।” কেউ আবার লিখলেন, “এই মানুষগুলোর পরিবার রয়েছে। আমার মনে হয় না কারও জীবন নিয়ে এমন মন্তব্য করা উচিত।”





