Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সমুদ্রের তলায় লুকিয়ে বিপদ! দিঘায় গিয়ে দুর্ঘটনার মুখে জনপ্রিয় অভিনেত্রী

𝐀𝐲𝐞𝐬𝐡𝐚 𝐁𝐡𝐚𝐭𝐭𝐚𝐜𝐡𝐚𝐫𝐲𝐚: ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। জিতের সঙ্গেও কাজ করেছেন বড় পর্দায়। এর আগে তাঁর নাম নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল আয়েশাকে।

সমুদ্রের তলায় লুকিয়ে বিপদ! দিঘায় গিয়ে দুর্ঘটনার মুখে জনপ্রিয় অভিনেত্রী
দিঘায় গিয়ে দুর্ঘটনার মুখে জনপ্রিয় অভিনেত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2024 | 2:14 PM

ধারাবাহিকের শুটিং চলছিল তাঁর। এরই মধ্যে ব্রেক পেয়ে বাবা-মায়ের সঙ্গে দিঘা বেড়াতে গিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য। কিন্তু ওঁত পেতে রয়েছে বিপদ, তা ঘুণাক্ষরেও টের পাননি আয়েশা। দিঘায় গিয়েই পড়লেন মহাবিপদে। ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তাঁর পায়ের আঙুল, জমেছে কালশিটে। কী করে এমনটা হল? আয়েশা জানিয়েছেন, জোয়ার এসেছিল সমুদ্রে। জলের তলায় যে পাথর রয়েছে তা টের পাননি। আচমকাই পায়ে এসে লাগে তাঁর। এর পরেই এই অবস্থা। পা কেটে গিয়ে রক্তারক্তি। সেই ছবিও শেয়ার করেছেন আয়েশা। তবে আপাতত আগের থেকে একটু হলেও ভাল আছেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। জিতের সঙ্গেও কাজ করেছেন বড় পর্দায়। এর আগে তাঁর নাম নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল আয়েশাকে। মহালয়ার আগে মনামী ঘোষের নতুন গান ‘আইল উমা’র সঙ্গে একটি রিল বানিয়ে পোস্ট করেছিলেন তিনি। আর তাতেই ধর্ম নিয়ে সমালোচিত হতে হয়েছিল আয়েশাকে। জনৈক নেটিজেন তাঁকে মুসলিম ধর্মাবল্বী ভেবে লিখেছিলেন, “আমি ভাবছিলাম এটা মুসলিম।”

সেই কটাক্ষের উত্তর দিয়ে আয়েশা লিখেছিলেন, “আয়েশা ভট্টাচার্য আমার পুরো নাম। নাম দিয়ে ধর্ম বিচার করবেন না দয়া করে। আর ধর্ম দিয়ে মানুষও বিচার করবেন না দয়া করে। ভাল থাকবেন”। এই মুহূর্তে হাতে সিরিয়ালের কাজ রয়েছে তাঁর। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। নিয়মিত ভ্লগ করেন। সেই ভ্লগে দেখা যায় তাঁর মা’কেও। তবে মাঝে কাজ না পাওয়া নিয়ে অকপটে নিজের হতাশার কথা জানিয়েছিলেন তিনি। যদিও সে সব অতীত। কবি তো বলেই গিয়েছেন, ‘চিরদিন কাহারও সমান নাহি যায়’।