Gossip: পৌঁছেছিলেন অডিশনে, ভাগ্য বিমুখ, কিউকি সাস ভি কাভি বহু থি থেকে ফেরানো হয় আয়ুষ্মানকে
Ayushmann Khurrana: ভিকি ডোনার নয়, তিনি প্রথম শুরু করতে চেয়েছিলেন বালাজির জনপ্রিয় ধারাবাহিকের হাত ধরেই।
আয়ুষ্মান খুরানা, বর্তমানে যিনি বলিউডে এক অন্য ঘরানার ছবি করে দর্শকদের মনে আলাদা এক স্থান করে নিয়েছে। যা মূল বিভাগ থেকে বেশ কিছুটা আলাদা হলেও বাণিজ্যিক ছবিই বটে। তাঁর মুক্তি পাওয়া প্রতিটা ছবি এক কথায় যাকে বলে সুপার হিট। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের কেরিয়ার শুরুর কাহিনিটা ছিল আবার বেশ কিছুটা আলাদা। প্রতিটা পদে পদে যেখানে নিজেকে প্রমাণ করার কঠিন লড়াইয়ে নামতে হয় প্রত্যেককেই। শুনতে হয় না-ও। আয়ুষ্মান সেই তালিকা থেকে আলাদা নয়।
অনেকেই ভাবেন ভিকি ডোনার তাঁর প্রথম কাজ। কিন্তু ভিকি ডোনার নয়, তিনি প্রথম শুরু করতে চেয়েছিলেন বালাজির জনপ্রিয় ধারাবাহিকের হাত ধরেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান খুরানা জানান, তাঁর সঠিকভাবে সিরিয়ালের কথাটা মনে নেই ঠিকই, তবে সম্ভাব্য তা কসৌটি জিন্দেগি কি বা সাস ভি কভি বহু থি-র অডিশন ছিল। সেখানে ভাগ্য ফেরাতে আর পাঁচ জনের মতোই হাজির হয়েছিলেন আয়ুষ্মান খুরানা। তবে সেদিন ছেঁড়েনি ভাগ্যের শিঁকে। আয়ুষ্মানকে খালি হাতেই ফিরতে হয়েছিল। এরপর বেশ কিছুটা সময় আর.জে হয়েই কাটিয়ে দেওয়া। তবে একটা সময়ের পর প্রকাশ্যে আসে তাঁর অভিনয়ের প্রতিভা।
সম্প্রতি আয়ুষ্মানের হাতে একাধিক প্রজেক্ট। যার মধ্যে উল্লেখ যোগ্য হল ডক্তর জি, যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে রাকুল প্রীতকে অভিনয় করতে। আয়ুষ্মানের অভিনয়ের দাপট থেকে শুরু করে সব ধরনের চরিত্রের উপস্থিপন, সবেতেই বিশেষ ছাপ ফেলে যান তিনি। গান থেকে শুরু করে কমিক টাইমিং, ট্যালেন্ট ভরপুর এই স্টারকেই একটা সময় ফিরতে হয়েছিল, না শব্দটি শুনে। আয়ুষ্মান এখন বলিউডের অন্যতম স্টার, যিনি বক্স অফিস দৌরের মাঝে নিজেকে সীমাবদ্ধ না রেখে, যে ছবি সমাজের অন্য ধারার কথা বলে, সেই সকল চিত্রনাট্য বেছে নিয়ে থাকেন। টিভির পর্দায় তাঁর অভিষেক না হলেও, বর্তমানে তিনি বলিউডের অন্যতম সুপারস্টার। যদিও কেরিয়ারের শুরুর প্রসঙ্গে টেনে এই কাহিনি শেয়ার করতে ভোলেননি তিনি।