AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, কী হয়েছিল অভিনেতার?

অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। ম্য়ালেরিয়া, টাইফয়েড আক্রান্ত হয়েছিলেন। তবে এছাড়াও নানা ব্যাধিতে জর্জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে হাসপাতালেও ভর্তি ছিলেন। তবে শেষ রক্ষা আর হল না। রবিবার বিনোদন জগত হারাল তাঁদের প্রিয় আপনজনকে।

প্রয়াত অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, কী হয়েছিল অভিনেতার?
| Updated on: Dec 07, 2025 | 11:56 PM
Share

প্রয়াত বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়  বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। ম্যালেরিয়া , টাইফয়েড আক্রান্ত হয়েছিলেন। তবে এছাড়াও নানা ব্যাধিতে জর্জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে হাসপাতালেও ভর্তি ছিলেন। তবে শেষ রক্ষা আর হল না। রবিবার বিনোদন জগত হারাল তাঁদের প্রিয় আপনজনকে।

পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় শিক্ষা শেষ করে, প্রথমে নাটকের মঞ্চে। পরে সিনেমার পর্দায় আসেন অভিনেতা। তাঁর প্রথম ছবি তপন সিনহার আপনজন। প্রথম ছবি থেকেই পরিচালকদের নজরে পড়েন তিনি। এরপর দিলীপ কুমারের সঙ্গে সাগিনা মাহাতো, উত্তম কুমারের সঙ্গে ধন্যি মেয়ে-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

গোটা কেরিয়ারে প্রায় ৪০০ -এর মতো ছবিতে অভিনয় করেছেন কল্যাণ চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্য়ায়, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে-এর মতো দাপুটে নায়কের পাশে দাঁড়িয়ে একের পর এক ছবিতে চমক দিয়েছেন।

তবে শুধুই বড় পর্দায় নয়, বেশ কিছু ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। সুজয় ঘোষ পরিচালিত কাহানি ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়, জ্য়াকি চ্যান অভিনীত দ্য মিথ ছবিতেও কাজ করেছিলেন অভিনেতা। তাঁর শেষ অভিনীত সিরিজ হল তানসেনের তানপুরা। তবে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে সম্প্রতি অভিনয় থেকে দূরেই ছিলেন। তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া টলিউডে।