Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে সম্পর্কের রটনা; ‘ব্যাড লাক’ বললেন শন বন্দ্যোপাধ্য়ায়

Sean Banerjee-Swastika Dutta Rumours: বাঙালি অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে তাঁর 'প্রেম'-এর গুঞ্জনে খুব একটা খুশি হননি কিংবদন্তি তারকা সুপ্রিয়াদেবীর নাতি শন। তাঁরা তাইল্যান্ডে গিয়েছিলেন সম্প্রতি। সেখানে কী করেছিলেন শন-স্বস্তিকা। অনেকের অনুমান, এই দুই তারকা 'সম্পর্কে' আছেন। বিষয়টি নিয়ে TV9 বাংলার কাছে মুখ খুলেছেন শন।

অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে সম্পর্কের রটনা; 'ব্যাড লাক' বললেন শন বন্দ্যোপাধ্য়ায়
শন এবং স্বস্তিকা।
Follow Us:
| Updated on: Jan 21, 2024 | 9:52 AM

সম্প্রতি তাইল্যান্ডে গিয়েছিলেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা দত্ত। দু’জনেই বাংলা সিরিয়াল জগতের জনপ্রিয় মুখ। কাজ করেছেন সিনেমাতেও। তাইল্যান্ডে তাঁরা গিয়েছিলেন ক্যালেন্ডার ফটোশুট করতে। এবং সেই ফটোশুটের বিটিএস (বিহাইন্ড দ্য ক্যামেরা–ক্যামেরার নেপথ্যে) তৈরি হয়েছে, যেখানে স্বস্তিকা বলছেন, “আমার খুব ঠান্ডা লাগছে”। তাঁদের সেই ভিডিয়ো পোস্ট হতেই নেটিজ়েনদের একটা বড় অংশের মনে হয়েছে, শন-স্বস্তিকার মধ্যে ‘প্রেম’ আছে। অনেকে সরাসরি প্রশ্ন করেছেন, তবে কি স্বস্তিকাকে ডেট করছেন শন? এবার সেই নিয়ে TV9 বাংলার কাছে মুখ খুলেছেন শন। জানিয়েছেন, স্বস্তিকা এবং তাঁর মধ্যে আসলে কী আছে…

বাঙালি অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে তাঁর ‘প্রেম’-এর গুঞ্জনে খুব একটা খুশি হননি কিংবদন্তি তারকা সুপ্রিয়াদেবীর নাতি শন। এ সব শুনে তিনি তিতিবিরক্ত হয়ে গিয়েছেন। তাঁকে শেষবার দেখা যায় ‘মন ফাগুন’ সিরিয়ালে। সেই সিরিয়ালের নায়িকা সৃজলা গুহর সঙ্গেও গুঞ্জন শোনা গিয়েছিল শনের। তিনি বলেছেন, “আচ্ছা, এমন রটনা কেন হচ্ছে বলুন তো। মানে কেন? আমি যখনই কোনও অভিনেত্রীর সঙ্গে অভিনয় করি, তখনই আমার সঙ্গে তাঁকে কেন্দ্র করে একটা রটনা তৈরি হয়। এটার সমাধান কী?”

শন জানিয়েছেন বিগত ৫-৬ বছর ধরে তিনি ‘সিঙ্গল’ জীবন কাটাচ্ছেন। তাঁর জীবনে বিশেষ কোনও নারী নেই মুহূর্তে। ৫-৬ বছর আগে তিনি এক মহিলাকে ডেট করতেন। তিনি দিল্লির বাসিন্দা। বিনোদন জগতের সঙ্গে তাঁর কোনও সম্পর্কও ছিল না। সেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর আর কারও সঙ্গেই সম্পর্ক তৈরি হয়নি শনের। আক্ষেপের সুরে তিনি বলেছেন, “আমি সিঙ্গল বলেই আমাকে নিয়ে যে কারও সঙ্গে রটনা করে দেওয়া খুব সহজ। আমি ইজ়ি টার্গেট। তা হলে কি আমি সত্যি-সত্যি কাউকে ডেট করে এই স্পেকুলেশনগুলো (অনুমান) বন্ধ করব। সেটা করলেও তো বিপদ! তবে এটা সত্যিই আমার ব্যাড লাক (দুর্ভাগ্য) যে, যে অভিনেত্রীর সঙ্গেই কাজ করি না কেন, আমাকে বলা হয় আমি নাকি তাঁর সঙ্গে সম্পর্কে আছি! এখন হাসি পাচ্ছে…”