অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ! স্ত্রী পৃথা জানালেন সবটা
এই সোশাল মিডিয়া থেকেই সুদীপ ও পৃথার আলাপ। তারপর বন্ধুত্ব প্রেম। তারপর ওড়িশি নৃত্যশিল্পী পৃথা ঘর বেঁধেছিলেন সুদীপের সঙ্গে। দুজনের বয়সে ব্যবধানও প্রায় ২৫ বছর।

কয়েক মাস আগেই গুঞ্জনে এসেছিল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও স্ত্রী পৃথা চক্রবর্তীর সম্পর্কের তিক্ততার কথা। আর এবার সোশাল মিডিয়ায় রাখঢাক না করেই অভিনেতার স্ত্রী পৃথা জানিয়ে দিলেন তাঁদের মধ্যে এখন বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই। সোশাল মিডিয়ায় পৃথা লিখলেন, আমি আর সুদীপ দম্পতি নই। আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন। তবে আগামীতে আমরা ভালো বন্ধু থাকব। তবে এই নিয়ে অভিনেতা সুদীপকে যোগাযোগ করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি।
এই সোশাল মিডিয়া থেকেই সুদীপ ও পৃথার আলাপ। তারপর বন্ধুত্ব, প্রেম। সেই প্রেমকে সঙ্গে করেই ওড়িশি নৃত্যশিল্পী পৃথা ঘর বেঁধেছিলেন সুদীপের সঙ্গে। দুজনের বয়সের ব্যবধানও প্রায় ২৫ বছর। হঠাৎ এমন কী হল যে কারণে বিচ্ছেদ? সে উত্তর অবশ্য পাওয়া যায়নি। এর আগে অভিনেত্রী দামিণী বেণী বসুকে বিয়ে করেছিলেন সুদীপ।
এই খবরটিও পড়ুন





