AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এখন বাংলা সিরিয়াল ৬ মাস চললেই সেলিব্রেশন’, কেন এমন বললেন মানালি?

আগে যেরকম মেগা সিরিয়াল তিন বছর থেকে চার বছর চলত, তবে এখন যে কোন ধারাবাহিক খুব বেশিদিন হলে ছমাস চলে। কেন এমন পরিস্থিতি? কোথায় সমস্যা?

'এখন বাংলা সিরিয়াল ৬ মাস চললেই সেলিব্রেশন', কেন এমন বললেন মানালি?
| Updated on: Jun 18, 2025 | 8:27 PM
Share

প্রত্যেকটি ঘরে ঘরে বাংলা ধারাবাহিকের জয়জয়কার। শহর থেকে গ্রাম সন্ধ্যা হলেই প্রায় প্রত্যেকের ড্রইংরুমে বাংলা ধারাবাহিকের গল্পে মজে থাকেন দর্শক। তবে এই মুহূর্তে সব হিসেব মিলছে না। আগে যেরকম মেগা সিরিয়াল তিন বছর থেকে চার বছর চলত, তবে এখন যে কোন ধারাবাহিক খুব বেশিদিন হলে ছমাস চলে। কেন এমন পরিস্থিতি? কোথায় সমস্যা? এই নিয়েই Tv9 বাংলার সঙ্গে কথা হয়েছিল বাংলা সিনেমা ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মানালী দে-র। সম্প্রতি তাঁর ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা ‘ বন্ধ হয়ে গেল। অভিনেত্রী বললেন, ” আসলে আগে এত অপশন ছিল না। আমার সিরিয়াল ‘বউ কথা কও’ টানা তিন থেকে চার বছর চলেছিল। এখন সেটা সম্ভব নয়। মানুষের ধৈর্য্য কমেছে। রিল দেখতে বেশি পছন্দ করে দর্শক। এখনকার কোন ধারাবাহিক যে দিন টেলিকাস্ট হবে, সেদিন থেকেই টিআরপি চার্টের তালিকার উপর দিকে থাকতে হবে। প্রথম দিনেই ছক্কা মারতে হবে না হলেই ফক্কা। ”

তিনি আরও বলেন, ” ধারাবাহিক হুট করে বন্ধ হয়ে গেলে মন খারাপ তো হয়, সবে দর্শকদের মনে ধরতে শুরু করেছিল, তখনই তা বন্ধ হয়ে যায়, এখন কোন ধারাবাহিক যদি ছমাস চলে তাহলেই দারুণ খবর। আসলে এমন তো নয় যে সিরিয়ালে আমি একা করছি, কত মানুষ একসঙ্গে কাজ করেন, কতজন সংসার জড়িয়ে থাকে। তাই ধারাবাহিকের দৈর্ঘ্য কমলে তা সামগ্রিক ক্ষতি বলেই মনে করি। তবে আমি ভাল করলে ভাবি আরও ভাল কাজ করতে হবে, খারাপ হলেও ভাবি ভাল কাজ করতে হবে, অর্থাৎ ভাল কাজের প্রয়াস করে যাওয়াই আমার উদ্দেশ্য। ”

প্রসঙ্গত, অভিনেত্রী মানালি দে বহুবছর ধরে বাংলা ধারাবাহিকে প্রধান চরিত্র অভিনয় করে আসছেন। তাঁর প্রচলিত ধারাবাহিকের মধ্যে, নীড়ভাঙা ঝড়, মোহনা, চেকমেট, রান্নাঘর, সখী, মহানায়ক প্রমুখ।