আনওয়ার কা আজব কিস্সা : এক কাব্যিক থ্রিলার
TV9 বাংলা ডিজিটাল : ‘আনওয়ার কা আজব কিস্সা’ আদ্যন্ত বুদ্ধদেব দাশগুপ্তর নিজস্ব ঘরানার ছবি। থ্রিলার ছবি বলে প্রথমে একটু ভুরু কুঁচকে যায় বটে, কিন্তু ছবি কিছু দূর এগোলেই বোঝা যায় এ–ছবি একেবারেই বুদ্ধদেববাবুর। লিনিয়ার স্ট্রাকচার এতটুকু নেই। শট থেকে শটে বুদ্ধদেবীয় স্টাইল। ছবির প্রধান চরিত্র আনোয়ার (নওয়াজউদ্দিন সিদ্দিকি) একজন গোয়েন্দা। সখের নয়, পেশাদার। কিন্তু তার […]

TV9 বাংলা ডিজিটাল : ‘আনওয়ার কা আজব কিস্সা’ আদ্যন্ত বুদ্ধদেব দাশগুপ্তর নিজস্ব ঘরানার ছবি। থ্রিলার ছবি বলে প্রথমে একটু ভুরু কুঁচকে যায় বটে, কিন্তু ছবি কিছু দূর এগোলেই বোঝা যায় এ–ছবি একেবারেই বুদ্ধদেববাবুর। লিনিয়ার স্ট্রাকচার এতটুকু নেই। শট থেকে শটে বুদ্ধদেবীয় স্টাইল। ছবির প্রধান চরিত্র আনোয়ার (নওয়াজউদ্দিন সিদ্দিকি) একজন গোয়েন্দা। সখের নয়, পেশাদার। কিন্তু তার প্রধান কাজ খুনিকে ধরা বা রহস্যের সমাধান নয়। আনোয়ার মূলত টিকটিকি গিরি করে নারী–পুরুষের লুকোনো প্রেম নিয়ে। যদিও সে নিজের প্রেমিকা আয়েশাকে (নিহারিকা সিং) হারিয়েছে। আনওয়ারের এই গোয়েন্দাগিরির সঙ্গে ধীরে ধীরে ঢুকে পড়ে তার অতীত সন্ধানের কাহিনিও। সময়ে সময়ে সে নিজের উপরেই গোয়েন্দাগিরি করতে শুরু করে!
বুদ্ধদেবের ওপরের এই গল্পটা আসলে একটা মোড়ক।ভেতরে চলে নিজেকে খোঁজার গল্প। নিজের কাজের মধ্যে, জীবনযাপনের মধ্যে, এমনকী নিজেকে নিজে আড়াল করার মধ্যেও আনোয়ার খুঁজে চলে নিজেকে। বিভিন্ন কেসের পিছনে ধাওয়া করতে করতে আনওয়ার আজ নিজে ক্লান্ত। একাকীত্ব গ্রাস করে তাকে। আবার কখনও নিজের অতীত প্রেমেও উঁকি দেয় সে। তখন তার একমাত্র আশ্রয় সর্বক্ষণের সঙ্গী কুকুরটি। দু’জনে একসঙ্গে মদ্যপানও করে। অবলা প্রাণীটিই তখন তার নিঃসঙ্গতার একমাত্র আশ্রয়।
বুদ্ধদেব একান্ত ভেবেই তাঁর নিজস্ব কবিতার ছন্দেই ছবিটি বুনেছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অলোকনন্দা দাশগুপ্ত। সুকুমার রায়ের ‘হাট্টিমাটিম’ গানটির এমন উপযুক্ত ও প্রাপ্তমনস্ক ব্যবহার কখনও দেখিনি। সবার উপর রাখতে হবে নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয়। নওয়াজউদ্দিন তো অভিনয় করেননি, উনিই যেন আনোয়ার।এতদিন আগে তৈরি ছবি, তবু এই ছবি পুরনো হয় না। দেখতে মলিন লাগে না।কলকাতার অমৃতা চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়,মুম্বইয়ের পঙ্কজ ত্রিপাঠি, নিহারিকা সিংরা দারুণ কাজ করেছেন। ওঁদের উপস্থিতি ছবিটিকে আরও জোরদার করেছে।থ্রিলার ছবিও যে এত কাব্যিক হতে পারে, এই ছবি তা দেখিয়ে দিল।
