কী দেখে ২৮ বছরের ইতিহাস শিক্ষিকার প্রেমে পড়েছিলেন ১৬’র রণজয়?

Ranojoy Bishnu: রণজয় বিষ্ণুর প্রেম, ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল আলোচনা হয়েছে। বিশেষত অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে সেই আলোচনা আরও বড় আকার নেয়। চলে বিস্তর কাদা ছোড়াছুড়়ি। এমনকি নায়কের প্রাক্তনদের অভিযোগ তাঁদের থেকে টাকা পয়সাও নিয়েছিলেন অভিনেতা।

কী দেখে ২৮ বছরের ইতিহাস শিক্ষিকার প্রেমে পড়েছিলেন ১৬'র রণজয়?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 6:07 PM

রণজয় বিষ্ণুর প্রেম, ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল আলোচনা হয়েছে। বিশেষত অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে সেই আলোচনা আরও বড় আকার নেয়। চলে বিস্তর কাদা ছোড়াছুড়়ি। এমনকি নায়কের প্রাক্তনদের অভিযোগ তাঁদের থেকে টাকা পয়সাও নিয়েছিলেন অভিনেতা। যদিও অভিযোগের বিরুদ্ধে মুখও খোলেন রণজয়।

সে সব ঘটনা ঘটেছে তাও ছ’মাস হয়ে গেল। আপাতত রণজয়ও তাঁর জীবনে এগিয়ে গিয়েছেন। কাজে মন দিয়েছেন। তবে জানেন কি ছোট থেকেই রণজয় প্রেমিক মানুষ ছিলেন। স্কুলে পড়াকালীনই প্রথম প্রেম এসেছিল তাঁর জীবনে। সেই প্রথম প্রেমের কথাই সম্প্রতি ‘নিবেদিতা অনলাইন’-কে দেওয়া এক সাক্ষাত্‍কারে বললেন নায়ক। তাঁর প্রথম প্রেম নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বয়সে বড় প্রেমিকার কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা করলেন না নায়ক।

মধ্যমগ্রামের ছেলে রণজয়। পাড়াতেই হয় তাঁর প্রথম প্রেম। রণজয় বলেন, “প্রথম প্রেমিকা আমার থেকে অনেকটা বড় ছিলেন। আমার বয়স তখন ১৬-১৭বছর। আর তাঁর বয়স ছিল তখন ২৮ বছর। স্কুলের শিক্ষিকা ছিলেন। না তবে আমি তাঁর কাছে পড়াশোনা করিনি। পাড়াতেই চিনতাম। একই এলাকায় থাকতাম আমরা। সেখান থেকেই প্রেম হয়েছিল। যদিও সেই সম্পর্ক অবশ্য খুব বেশিদিন টেকেনি। ইতিহাসের শিক্ষিকা ছিলেন তিনি।” উল্লেখ্য, এখন নাকি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সম্পর্কে রয়েছেন নায়ক। তবে প্রকাশ্যে নিজের প্রেম সম্পর্কে কোনও কথা বলতেই চান না রণজয়।