হাসিমুখে হাসপাতালের বিছানায় ইপ্সিতা, শিক্ষক দিবসে এ কোন ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী
Tollywood: হাসপাতালের বিছানায় বসে রয়েছেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। পরনে হাসপাতালের ড্রেস। শরীরে অসুস্থতা থাকলেও মুখে হাসি লেগে আছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর মা-বাবা। হাসাপাতালের বিছানায় অভিনেত্রীর ছবি দেখে তো রীতিমতো কপালে চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের। কী হয়েছে অভিনেত্রীর? যদিও পোস্টে সে সব কিছু লেখা নেই।
হাসপাতালের বিছানায় বসে রয়েছেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। পরনে হাসপাতালের ড্রেস। শরীরে অসুস্থতা থাকলেও মুখে হাসি লেগে আছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর মা-বাবা। হাসাপাতালের বিছানায় অভিনেত্রীর ছবি দেখে তো রীতিমতো কপালে চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের। কী হয়েছে অভিনেত্রীর? যদিও পোস্টে সে সব কিছু লেখা নেই। না ততটাও চিন্তার কোনও কারণ নেই। তিনি অসুস্থ হয়েছিলেন। তবে এখন আস্তে আস্তে সুস্থ। যদিও সিঁড়ি ভাঙা বারণ। তাই বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দি রয়েছেন তিনি। যদিও এই পোস্টের সঙ্গে তাঁর অসুস্থতার কোনও সম্পর্ক নেই। শিক্ষক দিবসের জন্যই এই পোস্টটি আসলে করেছেন অভিনেত্রী। কারণ, তাঁর জীবনে বড় শিক্ষক আর কেউ নেই। তবে এই ছবি দেখে সমাজমাধ্যমের পাতায় বিস্তর বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কেউ কেউ ভেবে নিয়েছেন ইপ্সিতা হয়তো এখন গুরুতর অসুস্থ। সেই বিভ্রান্তি দূর করতেই TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় ইপ্সিতার সঙ্গে।
View this post on Instagram
অভিনেত্রী বললেন,”আমি এখন অনেকটা সুস্থ। গলব্লাডার স্টোনের অপারেশন হয়েছিল এখন অনেকটাই সুস্থ আছি। তবে ডাক্তার সিঁড়ি ভাঙতে মানা করেছেন। এই সময় চারিদিকে যা ঘটছে, আমি দাঁড়াতে পারছি না এটা ভেবেই খারাপ লাগছে। আর বৃহস্পতিবার যে পোস্টটা করেছি সেটা অবশ্য অন্য কারণে। আমি যখন অসুস্থ ছিলাম সেটা তখনকার তোলা একটা ছবি। হাসপাতালে ভর্তি থাকার সময়কার ছবি। শিক্ষক দিবসের দিন এই ছবিটা পোস্ট করার অর্থ হল মা-বাবাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। জীবনে যে পরিস্থিতিতেই থাকি না কেন মা-বাবা আমাদের পাশে সব সময় থাকে। এই বার্তাই দিতে চেয়েছি।”
এ দিন মা-বাবার সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন,”দেওয়ার জন্য,প্রণাম, আমাকে সাবলীল বানানোর জন্য,প্রণাম, আমার সমস্ত ভুলে আমার পাশে থেকে ঠিকপথটা চিনতে সাহায্য করার জন্য,প্রণাম, আমার জীবনের প্রত্যেক মুহূর্তে হাসি মুখে আমাকে আগলে রাখার জন্য। তোমরা আমার শক্তি, আমার দুর্বলতা, আমার সাহস, আমার পরিচয়, আমার পৃথিবী। শুধু আজ নয়,প্রত্যেকদিন ই তোমাদের।”কয়েক দিনের জন্য অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। ‘জল থই থই ভালবাসা’ সিরিয়ালের পর আর তেমন ভাবে তাঁকে দেখা যাচ্ছে না ছোট পর্দায়।