বড় সিদ্ধান্ত! টলি অভিনেত্রী মল্লিকার বিয়ে দিলেন তাঁর ১৭ বছরের মেয়ে
কথায় আছে, এক সময় মেয়েরাই মায়েদের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে, আর তা সত্যি করে দেখালেন টলিউডের অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। ২৪ জানুয়ারি সকালে তাঁর গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেল, আর রাতেই বিয়ে করবেন তিনি।
কথায় আছে, এক সময় মেয়েরাই মায়েদের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে, আর তা সত্যি করে দেখালেন টলিউডের অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। ২৪ জানুয়ারি সকালে তাঁর গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেল, আর রাতেই বিয়ে করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে মল্লিকা লাল পাড়ের সাদা শাড়ি পরেছেন, আর চারপাশে পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবীরা তাঁকে ঘিরে রয়েছেন হলুদ শাড়িতে। উলু বাজছে, বরের নামের হলুদ তাঁর গায়ে, হাতে শাঁখা-পলা, আর বসিউডি গানে চুটিয়ে নাচ করছেন তিনি।
বর্তমানে তিনি গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে, ডিসেম্বর মাসে, মল্লিকা পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় আংটি বদল ও রেজিস্ট্রি করেছিলেন। মল্লিকার জীবনে একসময় ভালোবাসা এসেছিল, এবং সে সম্পর্ক থেকে একটি ফুটফুটে কন্যা সন্তানও ছিল, যার নাম গরিমা। তবে সেই বিয়ে ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় একা জীবন কাটান মল্লিকা।
এবার, মল্লিকার মেয়ের উদ্যোগেই তিনি নতুন জীবন শুরু করতে চলেছেন। ডাক্তার পাত্র রুদ্রজিৎ রায়ের সঙ্গে শুক্রবার সাত পাকে বাঁধা পড়বেন তিনি। রুদ্রজিৎ পেশায় চিকিৎসক এবং ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবেও কাজ করছেন। কোভিডকালে রুদ্রজিতের সঙ্গে প্রথম দেখা হয়, যখন তিনি মল্লিকা এবং তার মেয়ের চিকিৎসক ছিলেন। পরে একটি অনুষ্ঠানে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, যা এখন প্রেমে পরিণত হয়েছে।
মল্লিকা জানিয়েছেন, তার মেয়েই তাকে নতুন জীবন শুরু করার জন্য উৎসাহিত করেছে। গরিমা, যে বর্তমানে ক্লাস টুয়েলভে পড়ছে, প্রায় ১১ বছর বয়সে মায়ের নতুন জীবন শুরু করার কথা বলেছিল। মল্লিকা বলেন, “এখন রুদ্র আর গরিমার মধ্যে যে সম্পর্ক, তাতে কেউ ভাবতেই পারবে না যে রুদ্র গরিমার বাবা নয়।”
এমনকি গরিমা তার মায়ের হবু স্বামী রুদ্রর সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে তুলেছে, আর এখন তাদের সম্পর্ক আরও মজবুত। মল্লিকা, রুদ্র এবং গরিমা – তিনজনেই এক নতুন অধ্যায়ের পথে হাঁটছেন।