‘তারকা মানেই খারাপ!’, কোন আক্ষেপের কথা শোনালেন ভাগ্যশ্রী
সেলেবদের নিয়ে দর্শক মনে এমনিতেই আগ্রহের শেষ নেই। পর্দায় তাঁদের যেমনটা দেখা যায় বাস্তব জীবনেও কি তাঁরা তেমনই। অনেক সময় শোনা যায় তাঁরা যেটাই করেন সেটাই নাকি লোক দেখানো। অনেক সময় সেই কারণে সমালোচিতও হতে হয় তাঁদের। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভাগ্যশ্রী।
সেলেবদের নিয়ে দর্শক মনে এমনিতেই আগ্রহের শেষ নেই। পর্দায় তাঁদের যেমনটা দেখা যায় বাস্তব জীবনেও কি তাঁরা তেমনই। অনেক সময় শোনা যায় তাঁরা যেটাই করেন সেটাই নাকি লোক দেখানো। অনেক সময় সেই কারণে সমালোচিতও হতে হয় তাঁদের। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভাগ্যশ্রী। কেরিয়ারের প্রথম ছবিই তাঁর সুপার হিট। তার পর অবশ্য নায়িকাকে সে ভাবে বড় পর্দায় দেখা যায়নি। অভিনেত্রী হিসাবে তাঁর অভিজ্ঞতা যে একেবারেই সুখকর নয় তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই। বলিউডের বেশির ভাগ সবাই অসহিষ্ণু এবং বদমেজাজি।
সম্প্রতি এক সাক্ষাত্কারে ভাগ্যশ্রীকে বলেন, “অধিকাংশ ক্ষেত্রেই মানুষ বিশ্বাস করেন যাঁরা বলিউডে কাজ করেন, তাঁরা বোধহয় ভাল নয়। তবে এটাই সমস্যা সৃষ্টি করে যখন মানুষ এই মর্মে বদমেজাজি হয়ে ওঠেন। তাঁদের ধারণাই যেন বদ্ধমূল হয়ে যায়। আমাদের সবসময় প্রমাণ করে যেতে হচ্ছে। যখন কেউ সেলেবদের কোনও সোশ্যাল পোস্ট দেখেন, কেউ রান্না করছেন, কেউ ঘর পরিস্কার করছেন, সকলেই মনে করেন এটা লোক দেখান। এসব কাজ সেলেবরা করেন না। কারণ তাঁদের বাড়িতে প্রচুর সহকারী। বাড়ি আমাদের, তাই আমাদেরই পরিস্কার রাখতে হবে। আমরা যখন খেতে পারছি, রান্না করতে পারব না? আমরা আপনাদের মতোই সাধারণ। এটা বাস্তব সমস্যা, যখন মানুষ অনেক বেশি বদ মেজাজি হয়ে ওঠেন।” তবে শুধু ভাগ্য়শ্রীকে নয় এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে অনেক তারকাকেই।