AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পাশে বাবা, জুতো বিক্রেতা স্কার্টের তলায়…’ কী ঘটেছিল বিদীপ্তার সঙ্গে?

Tollywood: কিছু দিন আগে মুক্তি পেয়েছিল 'সম্পূর্ণা ২'। যেখানে দেখা যায় নায়িকা সোহিনী সরকারকে ছোটবেলা থেকে যৌন হেনস্থার মুখে পড়তে হয়। নিজের মামাই তাঁর সঙ্গে এমন কাণ্ড ঘটাতেন। বড় হওয়ার পরেও সেই স্মৃতি তিনি মুছতে পারেননি। যদিও এ তো পর্দার কথা। কিন্তু বাস্তবের এমনই এক গল্প শোনালেন অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী।

'পাশে বাবা, জুতো বিক্রেতা স্কার্টের তলায়...' কী ঘটেছিল বিদীপ্তার সঙ্গে?
| Edited By: | Updated on: Aug 30, 2024 | 8:52 PM
Share

ছোটবেলায় অনেকের জীবনে এমন অনেক স্মৃতি থাকে যা মুছে ফেলা খুবই কঠিন। কারও স্মৃতি খুব আনন্দের। কারও আবার পুরনো দিনের কথা মনে পড়লে আতঙ্ক ছেয়ে যায় মনে। অনেক বছর থেকেই মেয়েদের শারীরিক নির্যাতন নিয়ে নানা রকম ঘটনা শোনা যায়। একটা সময় এই বিষয়গুলো প্রকাশ্যে আসত না। কিন্তু বর্তমানে কোনও ঘটনাই আর চাপা থাকছে না। তাই মধ্যবয়সে দাঁড়িয়েও ছোটবেলার দগদগে স্মৃতিগুলো বার বার মনে পড়ে যাচ্ছে সকলের।

তা নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্টও বানাচ্ছেন পরিচালকরা। এই তো কিছু দিন আগে মুক্তি পেয়েছিল ‘সম্পূর্ণা ২’। যেখানে দেখা যায় নায়িকা সোহিনী সরকারকে ছোটবেলা থেকে যৌন হেনস্থার মুখে পড়তে হয়। নিজের মামাই তাঁর সঙ্গে এমন কাণ্ড ঘটাতেন। বড় হওয়ার পরেও সেই স্মৃতি তিনি মুছতে পারেননি। যদিও এ তো পর্দার কথা। কিন্তু বাস্তবের এমনই এক গল্প শোনালেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। নিউমার্কেটে বাবার সঙ্গে জুতো কিনতে গিয়েছিলেন। সেখানে গিয়ে যে এমন কোনও ঘটনার সম্মুখীন হতে হবে বুঝতে পারেননি অভিনেত্রী। সে ঘটনাই শোনালেন অভিনেত্রী।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন বিদীপ্তা। সেই অনুষ্ঠানের মুখ্য বিষয় ছিল বর্তমান সমাজের পরিস্থিতি আর নারীদের অবস্থান। সেখানেই কথা বলতে বলতে নিজের ছোটবেলায় ফিরে গেলেন বিদীপ্তা। জুতো কিনতে গিয়ে যে কী ঘটেছিল সেই দগদগে স্মৃতিই ভাগ করে নিলেন অভিনেত্রী। বিদিপ্তা বলেন,”ছোটবেলায় বাবার সঙ্গে জুতো কিনতে গিয়েছিলাম। বাবা অন্যান্য জিনিস দেখতে ব্যস্ত ছিলেন।

অন্য দিকে যিনি আমায় জুতো পরিয়ে দিচ্ছিলেন তাঁর হাত ছিল আমার স্কার্টের ভিতরে। ভয়ে আতঙ্কে আমার এক অবস্থা হয়েছিল। কিন্তু তখন তো গলা ফাটিয়ে কিছু বলা যেত না। অস্বস্তি হত। এখন সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে। তবে তাও বলব সিস্টেমে বদল আনতে হবে। না হলে কোনও কিছুতেই কিছু লাভ হবে না।” উল্লেখ্য, সম্প্রতি আরজি কর-এ ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধেও গলা ফাটিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিদীপ্তা।