AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ankita Lokhande: চিকিৎসকের সঙ্গে অনৈতিক কথা ফাঁস! বড় শাস্তির মুখে অঙ্কিতা

Ankita Lokhande:বিগবসে হাউজে প্রবেশ করার পর থেকেই একের পর এক বিতর্কে বিদ্ধ অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। কখনও স্বামী ভিকি জৈনের সঙ্গে ঝামেলা আবার কখনও বা সহ প্রতিযোগীর সঙ্গে হাতাহাতি হওয়ার মতো অবস্থা-- এরই মধ্যে আবারও এক নতুন বিতর্ক। এবার 'ভিলেন' চিকিৎসক ও অঙ্কিতার গোপন কথাবার্তা।

Ankita Lokhande: চিকিৎসকের সঙ্গে অনৈতিক কথা ফাঁস! বড় শাস্তির মুখে অঙ্কিতা
অঙ্কিতা এ কী করলেন!
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 12:27 PM
Share

বিগবসে হাউজে প্রবেশ করার পর থেকেই একের পর এক বিতর্কে বিদ্ধ অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। কখনও স্বামী ভিকি জৈনের সঙ্গে ঝামেলা আবার কখনও বা সহ প্রতিযোগীর সঙ্গে হাতাহাতি হওয়ার মতো অবস্থা– এরই মধ্যে আবারও এক নতুন বিতর্ক। এবার ‘ভিলেন’ চিকিৎসক ও অঙ্কিতার গোপন কথাবার্তা। অঙ্কিতা চিকিৎসা করানোর জন্য বাইরে থেকে চিকিৎসক আসেন বিগবসের বাড়িতে। বিগবসের নিয়ম অনুসারে, যে কয় দিন প্রতিযোগীরা ওই বাড়ির ভিতরে থাকবেন বাইরের দুনিয়ার সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যাবে না। যাবে না ফোন ব্যবহার করা। কী হচ্ছে, না হচ্ছে কিচ্ছু জিজ্ঞাসাও করা যাবে না।

কিন্তু বিগবসের দ্বারা ফাঁস করা এক গোপন ভিডিয়োতে দেখা গিয়েছে, চিকিৎসক বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই সেই নিয়ম ভুলে যান অঙ্কিতা। তাঁকে জিজ্ঞাসা করতে থাকেন, তিনি বিগবস দেখছেন কিনা? অঙ্কিতাকে নিয়ে সবাই কী বলছে? তাঁকে ভাল লাগছে কিনা? চিকিৎসক উত্তর দিতে না চাইলে তাঁকে রীতিমতো জোর করতে থাকেন অঙ্কিতা। আর এই গোপন অডিয়োই বিগবস ফাঁস করে দেয় বাড়ির ক্যাপ্টেন মুনওয়ার ফারুকির কাছে।

এর পরেই শুরু অশান্তি। অঙ্কিতা মানতে চান না তাঁর ভুল। ওদিকে ক্যাপ্টেন সরাসরি বিগবসকে জানিয়ে দেন, কোনও ভাবেই যেন বাইরের চিকিৎসককে বিগবসে ঢুকতে না দেওয়া হয়। তাঁকে সমর্থন জানান বাড়ির বাকিরাও। চিকিৎসা বন্ধ হয়ে যাবে শুনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অঙ্কিতাকেও। কিন্তু বিগবস যে অচলায়তন। সেখানে নিয়মের হেরফের করলেই গুণতে হয় মাশুল। মুনওয়ারের প্রস্তাব মেনে নিয়ে আগামী দিনে অঙ্কিতার চিকিৎসা বন্ধ করে দেওয়া হবে কিনা এখন সেটাই দেখার।