Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ওর সামনে অভিষেকের নামের কেউ…’, সলমনকে মারাত্মক খোঁচা খোদ অভিষেকেরই!

Salmnan Khan: অভিষেক ওই সিজনে প্রথম হননি। কড়া টক্কর দেওয়া সত্ত্বেও ট্রফি ছিনিয়ে নিয়েছিলেন এলভিশ যাদব। অন্যদিকে এই বার অর্থাৎ ১৭ তম বিগবসে প্রথম হয়েছেন কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। আর এক প্রতিযোগী অভিষেক কুমার দ্বিতীয় স্থানে খেলা শেষ করেছেন।

'ওর সামনে অভিষেকের নামের কেউ...', সলমনকে মারাত্মক খোঁচা খোদ অভিষেকেরই!
সলমন খানের ক্ষোভ?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 6:41 PM

রেখা-অমিতাভ, সলমন-ঐশ্বর্যা— বলিউডের এভারগ্রিন জুটি বললে এঁদের কথাই মনে আসে। তবে এই দুই ক্ষেত্রেই পরিণতি প্রায় সকলেরই জানা। একসময় তুমুল প্রেম ছিল ঐশ্বর্যা রাই ও সলমন খানের। কিন্তু সেই প্রেমের পরিণতি ভাল হয়নি। ভেঙে যায় তাঁদের প্রেম। তিক্ততার সঙ্গে শেষ হয় সম্পর্ক। এই মুহূর্তে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহিত ঐশ্বর্যা! তাই কি অভিষেক নামের প্রতি ক্ষোভ রয়েছে তাঁর? অভিষেক জিতছেন কিছুতেই সহ্য করতে পারেন না তিনি? বিগবস ওটিটির দ্বিতীয় সিজনে দ্বিতীয় হয়েছিলেন অভিষেক মালহান– সলমনকে এ হেন খোঁচা দিয়েছেন তিনিই! কিন্তু কেন? রয়েছে তাঁর নিজস্ব যুক্তিও।

অভিষেক ওই সিজনে প্রথম হননি। কড়া টক্কর দেওয়া সত্ত্বেও ট্রফি ছিনিয়ে নিয়েছিলেন এলভিশ যাদব। অন্যদিকে এই বার অর্থাৎ ১৭ তম বিগবসে প্রথম হয়েছেন কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। আর এক প্রতিযোগী অভিষেক কুমার দ্বিতীয় স্থানে খেলা শেষ করেছেন। যা দেখে অভিষেক মালহান ওরফে ফুকরা ইনসানের বক্তব্য, “সলমন ভাইয়ের সামনে অভিষেক নামের কোনও পুরুষ কি কখনও জিততে পারে? বিগবস ১৮-তে আমি যদি আসি আয়ুষ্মান নাম নিয়ে আসব।” অভিষেকের এই ‘খোঁচা’য় যদিও কোনও পাল্টা মন্তব্য করেননি সলমন। তবে নেটিজেনরা দারুণ মজা পেয়েছেন এই টুইটে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই টুইট ভাইরাল। পরোক্ষে সলমনের অতীত নিয়ে এই খোঁচা দিলেও এই মুহূর্তে অভিষেক বচ্চন ও সলমনের মধ্যে কিন্তু কোনও বৈরিতা নেই। সদ্ভাব না থাকলেও নেই তিক্ততা।

প্রসঙ্গত, রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে বিগবস। প্রথম স্থানে রয়েছেন কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। দ্বিতীয় স্থানে অভিষেক কুমার ও তৃতীয় স্থানে খেলা শেষ করেছেন মানারা চোপড়া। প্রথম তিনে জায়গা করে নিতে পারেননি অঙ্কিতা লোখন্ডে। তিনি খেলা শেষ করেছেন চতুর্থ হয়ে।