গানের খাতার স্বত্ব বিক্রি করলেন বব ডিলান, কত টাকার চুক্তি হল জানেন

ইউনিভার্সাল মিউজিক ডিলানের এই চুক্তির কথা প্রকাশ্যে আনলেও এখনও মুখ খোলেননি মার্কিন তারকা।

গানের খাতার স্বত্ব বিক্রি করলেন বব ডিলান, কত টাকার চুক্তি হল জানেন
বিক্রি হয়ে গেল বব ডিলানের গানের ক্যাটালগ।
Follow Us:
| Updated on: Dec 08, 2020 | 1:17 PM

বিক্রি হয়ে গেল বব ডিলানের (Bob Dylan) গানের ক্যাটালগ। কালজয়ী সব গানের ক্যাটালগ (সং রাইটিং ক্যাটালগ) বিক্রি হয়েছে। আকর্ষণীয় অফারে ডিলানের গানের এই সমগ্র ক্যাটালগ কিনে নিয়েছে ‘ইউনিভার্সাল মিউজিক’। আশির দোরগোড়ায় দাঁড়ানো এই মার্কিন গায়ক এবং গীতিকার নিজের গানের খাতার স্বত্ব তুলে দিয়েছেন ‘ইউনিভার্সাল মিউজিক’ সংস্থার হাতে।

বব ডিলান মানেই একদম অন্যরকমের সৃষ্টি। প্রায় ছ’দশক ধরে রাজ করছেন এই মার্কিন তারকা। লিখেছেন ৬০০টিরও বেশি গান। সেইসব অসামান্য গানের স্বত্ব এ বার তিনি তুলে দিয়েছেন বিশ্বের অন্যতম বিখ্যাত এই মিউজিক কোম্পানির হাতে। শোনা যায়, ১৯৬২ সালে প্রথমবার গান বিক্রির চুক্তি করেছিলেন ডিলান। ১০০ ডলারের বিনিময়ে গানের স্বত্ব বিক্রি করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বব ডিলানের গানের দর আরও বেড়েছে। ১৯৬২ সালে লৌ লিভাই অব লিডস মিউজিক পাবলিশিংকে গানের স্বত্ব বিক্রি করেছিলেন ডিলান। এ বার সেই তালিকায় নাম জুড়ল ইউনিভার্সাল মিউজিকের।

আরও পড়ুন: অন্তরায় ভুলে ‘জীবনের উদযাপনে’ ফের মঞ্চে নান্দীকার নাট্য উৎসব

তবে নোবেলজয়ী প্রতিভাবান গায়ক, গীতিকার, সুরকার বব ডিলান কেন নিজের গানের খাতার স্বত্ব বিক্রি করেছেন তা স্পষ্ট নয়। এমনকি ইউনিভার্সাল মিউজিক ডিলানের এই চুক্তির কথা প্রকাশ্যে আনলেও এখনও মুখ খোলেননি মার্কিন তারকা। তবে পরিসংখ্যান অনুযায়ী বিটলসের পর বব ডিলানের গানই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দরে বিক্রি হয়েছে। যদিও কত টাকায় গানের স্বত্ব বিক্রি করেছেন বব ডিলান সেটা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর প্রায় ৩০ কোটি ডলারের বিনিময়ে নিজের গানের খাতার স্বত্ব ইউনিভার্সাল মিউজিকের কাছে বিক্রি করেছেন বব ডিলান।