পশ্চিমী কায়দায় মঞ্চে উষ্ণতা ছড়াচ্ছেন সুনিধি, জানেন গান পিছু কত টাকা নেন?
Sunidhi Chauhan: নিজের ১০০ শতাংশ উজাড় করে দিয়ে পারফর্মেন্স উপভোগ করেন তিনি। পরতে পরতে তাঁর চমকে যখন দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয় তা অনুপ্রেরণা জোগায় সুনিধি চৌহানকে।
বরাবরই তাঁর ছক ভাঙ্গা কন্ঠস্বর, সকল দর্শকদের মনে জায়গা করে নিয়ে থাকে রাতারাতি। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে গানের ধরন, পাল্টেছে গানের উপস্থাপনা, তিনি হলেন সুনিধি চৌহান। একের পর এক হিট গান যাঁর ঝুলিতে। অনবদ্য কণ্ঠের মাধুর্যে প্রতিটি প্রজন্মকে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ জানিয়ে আজও সুপারহিট সুনিধি চৌহান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল তাঁর একের পর এক কনসার্ট পারফর্মেন্সের বেশ কিছু ক্লিপিং। যেখানে কেবল তাঁর গান নয়, নজর কাড়ে তাঁর বোল্ড উপস্থিতি। নাচে, গানে শরীরী ভাঁজে মঞ্চে যে আগুন ধরিয়ে দিয়েছিলেন গায়িকা, তা সকলকে চমকে দিয়েছিল পলকে। তবে এটাই তাঁর বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে বর্তমানে।
নিজের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সুনিতি চৌহান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যখন মঞ্চে থাকেন, তিনি সম্পূর্ণ অন্তর থেকে উপস্থিত থাকারই চেষ্টা করেন। সেই মুহূর্তে তিনি কোনও কিছুই ভাবেন না। নিজের ১০০ শতাংশ উজাড় করে দিয়ে পারফর্মেন্স উপভোগ করেন তিনি। পরতে পরতে তাঁর চমকে যখন দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয় তা অনুপ্রেরণা জোগায় সুনিধি চৌহানকে।
সন্তান হওয়ার পর শরীরী গঠনে পরিবর্তন আসা স্বাভাবিক। সুনিধির ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল। তবে নিজেকে পাল্টে ফেলার যে চ্যালেঞ্জ তিনি নিয়েছিলেন, তাঁর বহিঃপ্রকাশ হয়েছিল প্রথম আইফা মঞ্চে। পশ্চিমী কায়দায় যেভাবে তিনি মঞ্চে উপস্থিত হলেন, তা এক কথায় তাঁক লাগায় দর্শকদের। সামনে উপস্থিত অতিথিরা যেন চোখের পলক ফেলতে পারেন না। যেভাবে একের পর এক গানে সকলকে মাত করেন সুনিধি তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। জানেন এই গায়িকা একটি গান গাইতে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন, বলিউড সূত্রে খবর ২০ থেকে ২২ লাখ টাকা তাঁর ফিস। যদিও কনসার্টের দর পরিস্থিতি ও জায়গা বিশেষে আলাদা আলাদা হয়।