AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত কিংবদন্তি অভিনেতা আসরানি, দীপাবলিতে বলিউডের অন্দরে মন খারাপের খবর

প্রয়াত হিন্দি ছবির কিংবদন্তি অভিনেতা আসরানি। অভিনেতার মৃত্য়ুর খবর নিশ্চিত করেছে তাঁর ভাইপো অশোক আসরানি। সোমবার বিকেল ৪ টে নাগাদ প্রয়াত হন শোলে ছবির দাপুটে জেলার। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

প্রয়াত কিংবদন্তি অভিনেতা আসরানি, দীপাবলিতে বলিউডের অন্দরে মন খারাপের খবর
| Updated on: Oct 20, 2025 | 9:25 PM
Share

আলো ঝলমলে দীপাবলিতে মন খারাপের খবর বিনোদুনিয়ায়। প্রয়াত হিন্দি ছবির কিংবদন্তি অভিনেতা আসরানি। অভিনেতার মৃত্য়ুর খবর নিশ্চিত করেছে তাঁর ভাইপো অশোক আসরানি। সোমবার বিকেল ৪ টে নাগাদ প্রয়াত হন শোলে ছবির দাপুটে জেলার। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪।

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের জুহু এলাকার আরোগ্য নিধি হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন অভিনেতা। ফুসফুসে জল জমেছিল অভিনেতার। কয়েকদিন ধরেই জীবনমরণ লড়াই চালাচ্ছিলেন ৮৪ বছরের এই বর্ষীয়ান অভিনেতা। তবে শেষরক্ষা হল না। দীপাবলির আলোর মাঝেই হারিয়ে গেলেন হিন্দি সিনেমার জনপ্রিয় কমেডিয়ান আসরানি।

হিন্দি সিনেমায় তাঁর রাজত্ব ছিল প্রায় পাঁচ দশক। থিয়েটার থেকেই সিনেমায় পা রাখা। তাঁর পুরো নাম গোবর্ধন আসরানি। তবে ইন্ডাস্ট্রিতে আসরানি নামেই পরিচিত। রাজস্থানের জয়পুরে জন্ম তাঁর। মুম্বইতে পা রাখা একেবারেই অভিনয়ের নেশায়। পার্শ্ব চরিত্রে থেকেও টক্কর দিতেন সেই সময়ের দাপুটে অভিনেতাদের। তবে শুধুই অভিনয় নয়, পাশাপাশি বেশ কিছু ছবির ছবির চিত্রনাট্যও লিখেছিলেন আসরানি। এমনকী, ছবি পরিচালনাও করেছেন। ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত চলা মুরারি হিরো বননে ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন আসরানি। এই ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নিজেই সামলে ছিলেন। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত সালাম মেমসাব ছবিটিও পরিচালনা করেছিলেন আসরানি।

চুপকে চুপকে, মেরে আপনে, বাওয়ারচির মতো ছবিতে চুটিয় অভিনয় করেছেন। হালফিলের ভুল ভুলাইয়া ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। তাঁর কমিক টাইমিংকে বাজিমাত করতে পারতেন না কেউই। শোলের দাপুটে জেলারের কথা হয়তো সিনেপ্রেমীরা কোনওদিনও ভুলবেন না। স্বাভাবিকভাবেই প্রিয় অভিনেতাকে হারিয়ে বলিউড শোকস্তব্দ।