রক্তাক্ত কাণ্ড! বিদেশে বড় দুর্ঘটনার কবলে অভিনেত্রী কাশ্মীরা শাহ

Kashmira Shah: মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন বলিউড অভিনেত্রী কাশ্মীরা শাহ। সমাজমাধ্যমের পাতায় দিলেন দুঃসংবাদ। বিদেশে গিয়েছিলেন অভিনেত্রী সেখানে গিয়ে যে এমন ঘটনা ঘটবে তা আশা করেননি। একটুর জন্য যে প্রাণে বেঁচে গিয়েছেন সে কথাই পোস্ট করে জানালেন অভিনেত্রী।

রক্তাক্ত কাণ্ড! বিদেশে বড় দুর্ঘটনার কবলে অভিনেত্রী কাশ্মীরা শাহ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2024 | 3:13 PM

মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন বলিউড অভিনেত্রী কাশ্মীরা শাহ। সমাজমাধ্যমের পাতায় দিলেন দুঃসংবাদ। বিদেশে গিয়েছিলেন অভিনেত্রী সেখানে গিয়ে যে এমন ঘটনা ঘটবে তা আশা করেননি। একটুর জন্য যে প্রাণে বেঁচে গিয়েছেন সে কথাই পোস্ট করে জানালেন অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতায় যে ছবিটি পোস্ট করেছেন তিনি তা দেখলে ভয়ে কাঁটা দেবে। সেখানে দেখা যাচ্ছে সাদা রঙের ভেজা তোয়ালে। যার উপরে রয়েছে ছোপ ছোপ রক্ত।

View this post on Instagram

A post shared by Kashmera Shah (@kashmera1)

সেই ছবি পোস্ট করে কাশ্মীরা লেখেন, “ঈশ্বরকে অনেক ধন্যবাদ আমায় বাঁচানোর জন্য। ভয়ঙ্কর দুর্ঘটনা। আরও অনেক বড় কিছু ঘটতে পারত আমার সঙ্গে।” এই ভয়াবহ ঘটনা থেকে অভিনেত্রী একটাই শিক্ষা পেয়েছেন যে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করা উচিত। জীবন খুবই অনিশ্চিত। তিনি যোগ করেন, “জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করো।”

উল্লেখ্য, কাশ্মীরাকে নিয়ে বিতর্কের শেষ নেই। সে ভাবে মুখ্য চরিত্রে অভিনয় না করলেও তাঁকে মূলত পার্শ্ব চরিত্রেই দেখা গিয়েছে। ইন্ডাস্ট্রিতে তাঁর আরও একটা পরিচয় রয়েছে। তিনি হলেন অভিনেতা গোবিন্দার ভাগ্নের স্ত্রী। ২০১৩ সালে ক্রুশা অভিষেককে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান। দু’জনেই ছেলে। অভিনেত্রীর পোস্ট দেখে কপাল চিন্তার ভাঁজ সকলের। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে অনেকেই তাঁদের চিন্তা প্রকাশ করেছেন। তবে সবাইকেই উত্তর দিয়ে চিন্তা মিটিয়েছেন কাশ্মীরা। অল্পের জন্য যে তিনি বেঁচে গিয়েছেন সে কথাও জানিয়েছেন তিনি।