‘হম দিল দে চুকে সনম’-এর ২২ বছর পূর্তি, অভিনেতাদের স্মৃতিচারণা
পুরনো ছবি শেয়ার করেছেন সলমনও। সঞ্জয়ের সঙ্গে বসে রয়েছেন তিনি। ২২ বছর হয়ে গেল এখনও যেন বিশ্বাসই হয় না নায়কের।
২২ বছর। ২২ বছর আগের এমনই একটা শুক্রবার মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’। সলমন খান, ঐশ্বর্যা রাই বচ্চন এবং অজয় দেবগণ অভিনীত এই ছবি বলিউডের ইতিহাসে এক অন্য জায়গায় রয়েছে। এত বছর পরে ডাউন মেমরি লেনে হাঁটলেন সলমন, ঐশ্বর্যা এবং অজয়।
সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণায় তিনটি ছবি শেয়ার করেছেন অজয়। প্রথম ছবিতে সঞ্জয়ের সঙ্গে তিনি বসে রয়েছেন। আর দুটি ছবিতে সলমন এবং ঐশ্বর্যার সঙ্গে ছবির দৃশ্যে অজয়। তিনি লিখেছেন, সকলেই জানতেন অত্যন্ত সংবেদনশীল একটি ছবি তাঁরা তৈরি করছেন। তবে তা যে ইতিহাস তৈরি করবে, তা কারও জানা ছিল না।
View this post on Instagram
পুরনো ছবি শেয়ার করেছেন সলমনও। সঞ্জয়ের সঙ্গে বসে রয়েছেন তিনি। ২২ বছর হয়ে গেল এখনও যেন বিশ্বাসই হয় না নায়কের।
Baees saal ho Gaye #HumDilDeChukeSanam ko….. @AjayDevgn #SanjayLeelaBhansali @bhansali_produc pic.twitter.com/F6nUNwDqBF
— Salman Khan (@BeingSalmanKhan) June 18, 2021
ডাউন মেমরি লেনে হেঁটে পুরনো অ্যালবাম থেকে অনুরাগীদের জন্য ছবি শেয়ার করেছেন ঐশ্বর্যাও। তিনি সঞ্জয়ের পরিচালনায় আরও বেশ কিছু ছবিতে কাজ করেছেন। কিন্তু এই ছবিটি নায়িকার মতে এভারগ্রিন। যা কখনও পুরনো হবে না। এমন একটি কাজের সুযোগ করে দেওয়ার জন্য সঞ্জয়কে আজও ধন্যবাদ দেন ঐশ্বর্যা।
View this post on Instagram
আরও পড়ুন, সিক্রেট শেয়ার করলেন মিমি, বিধিবদ্ধ সতর্কীকরণও উল্লেখ নায়িকার