AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যৌনতা, মাদক, নিয়ে বাবার সঙ্গে আলোচনা করে সমালোচিত আলিয়া!

Aaliyah Kashyap: আলিয়া একজন কনটেন্ট ক্রিয়েটর। স্টার কিড হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পরিচিত তিনি। গত মাসে বাবা অর্থাৎ অনুরাগকে কিছু অস্বস্তিকর প্রশ্নের ভিডিয়ো শুট করেন আলিয়া।

যৌনতা, মাদক, নিয়ে বাবার সঙ্গে আলোচনা করে সমালোচিত আলিয়া!
অনুরাগ এবং আলিয়া।
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 4:27 PM
Share

যৌনতা, মাদক, সন্তান সম্ভাবনা নিয়ে বাবার সঙ্গে খোলাখুলি আলোচনা করেছিলেন মেয়ে। বাবার মতামত ভিডিয়োর মাধ্যমে সোশ্যাল ওয়ালে তুলে ধরেছিলেন। বাবার সঙ্গে নিঃসন্দেহে তাঁর বন্ধুর সম্পর্ক। সেই সম্পর্কের খাতিরেই সব কিছু নিয়ে খোলাখুলি আলোচনা করা সম্ভব। কিন্তু বাবার সঙ্গে নাকি এ সব আলোচনা করা লজ্জার বিষয়। মেয়ের লজ্জিত হওয়া উচিত! ভিডিয়ো পোস্টের পরেই সোশ্যাল ওয়ালে মেয়ের বিরুদ্ধে বসে খাপ পঞ্চায়েত। সমালোচিত হতে হয় মেয়েকে। এ হেন মেয়ে এবং বাবা হলেন আলিয়া কাশ্যপ এবং বলিউডের পরিচালক তথা প্রযোজক অনুরাগ কাশ্যপ।

আলিয়া একজন কনটেন্ট ক্রিয়েটর। স্টার কিড হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পরিচিত তিনি। গত মাসে বাবা অর্থাৎ অনুরাগকে কিছু অস্বস্তিকর প্রশ্নের ভিডিয়ো শুট করেন আলিয়া। বিয়ের আগে অবাধ যৌনতা, আলিয়া এই মুহূর্তে সন্তানসম্ভবা হলে তা বাবা হিসেবে কী ভাবে গ্রহণ করবেন অনুরাগ, এ সব প্রশ্ন করা হয়েছিল। বাবাকে এ ধরনের প্রশ্ন করায় নাকি প্রবল সমালোচিত হতে হয়েছে আলিয়াকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে আলিয়া বলেন, “আমি এমন অনেক মেসেজ পেয়েছে যেখানে উদারপন্থী বাবাকে দেখে খুশি হওয়ার কথা রয়েছে। অনেকে বাবাকে এ সব প্রশ্ন করতে ভয় পান। ফলে আমার বাবার মাধ্যমে এ সব প্রশ্নের উত্তর পেয়ে খুশি অনেকে। এর উল্টো দিকও আছে। লোকে বলেছে, কী ভাবে বাবার সঙ্গে এ সব নিয়ে কথা বলছ? তোমার লজ্জা পাওয়া উচিত।”

চলতি বছরের ফাদার্স ডে-তে অনুরাগকে নিয়ে একটি ভিডিয়ো তৈরি করেছিলেন আলিয়া। সেখানে তিনি প্রশ্ন করেন, বিয়ের আগে যৌন সম্পর্ক তৈরি হওয়া কি উচিত বলে মনে করেন অনুরাগ? আলিয়ার এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, “এই প্রশ্নটা আমরা ৮০-র দশকে করতাম। এখন আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আমি তো বলব, নিজের শরীর এবং যৌনতা বিষয়টা আগে বুঝতে হবে। চাপে পড়ে কিছু করে ফেলা না জেনে, ঠিক নয়। তবে একটা নির্দিষ্ট বয়সের পর যৌন সম্পর্ক তৈরি হওয়া ভাল। সুরক্ষিত থাকাটা আসল। যখন কেউ মনে করবে, যৌন সম্পর্ক তৈরি করতে চায়, তখন করা উচিত। এটা তো স্পেশ্যাল।”

আলিয়ার প্রশ্ন ছিল, তিনি যদি বাবার কাছে এসে এখন বলেন, তিনি সন্তানসম্ভবা, মেনে নেবেন অনুরাগ? হাসতে হাসতে বাবা জবাব দেন, “আমি প্রথমেই জানতে চাইব, তুমি সন্তান রাখতে চাইবে কি না। তোমার সিদ্ধান্তই শেষ কথা। কারণ যে কাজই করবে, তার ভাল, মন্দের ভাগ তোমারই। বাকি তো শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব, সেটা তুমি জানো।”

আরও পড়ুন, মা হওয়ার পর টেলিভিশনে কামব্যাক করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়?