Aamir Khan and Kiran Rao: কীসের ‘বিচ্ছেদ’? ফের একসঙ্গে হেসে-হেসে ছবি তুললেন আমির-কিরণ!

অন্যদিকে আমির কিরণ তাঁদের বিবৃতিতে জানান, যে বিচ্ছেদের পরেও তাঁরা তাঁদের যৌথ উদ্যোগে একসঙ্গে কাজ করবেন।

Aamir Khan and Kiran Rao: কীসের 'বিচ্ছেদ'? ফের একসঙ্গে হেসে-হেসে ছবি তুললেন আমির-কিরণ!
আমির-কিরণ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 6:35 PM

কিছুদিন আগে নিজের বৈবাহিক জীবনের ইতি টানলেন মিস্টার পারফেকশনিস্ট। স্ত্রী কিরণের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর স্ত্রীকে পাশে রেখে ঘোষণা করলেন আমির। ১৫ বছর পর আলাদা হওয়ার ঘোষণা করার কয়েকদিন পরে আবার তাঁদের দেখা গেল একই ফ্রেমে। দক্ষিণী তারকা নাগা চৈতন্যের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে দেখা গেল ‘প্রাক্তন’ কাপলকে।

আমির খান প্রোডাকশনের অংশ হিসাবে আমির ও কিরণ রাও একসঙ্গে কাজ করছেন। তাঁদের যৌথ প্রযোজিত ছবি ‘লাল সিং চড্ডা’য় আমিরের সঙ্গে দেখা যাবে ৩৪ বছর বয়সী অভিনেতা চৈতন্যকে। সে-ই ছবির শুটিংয়ে তোলা ছবিতে দেখা গেল আমির-কিরণ এবং পরিচালক অদ্বৈত চন্দনকেও। সবার মুখে বেশ চওড়া হাসি। ছবি পোস্ট করে ক্যাপশনে চৈতন্য লেখেন, ‘কৃতজ্ঞ’। ছবির ব্যাকগ্রাউন্ড দেখে যা মনে হচ্ছে, ছবির শুটিং চলছে লাদাখের কোনও এক অঞ্চলে। ‘লাল সিং চড্ডা’-তে অভিনয় করছেন করিনা কাপুর। যিনি গত বছর ছবির শুটিং শেষ করে ফেলেন।

আরও পড়ুন Ayushmann Khurrana: ফের কারও ‘স্বপ্নসুন্দরী’ হতে চলেছেন আয়ুষ্মান?

অন্যদিকে আমির কিরণ তাঁদের বিবৃতিতে জানান, যে বিচ্ছেদের পরেও তাঁরা তাঁদের যৌথ উদ্যোগে একসঙ্গে কাজ করবেন। গত ১৫ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টেনে এক বিবৃতি পেশ করেন কিরণ এবং আমির। তাতে তাঁরা দু়’জনে জানিয়েছিলেন—‘গত পনেরো সুন্দর বছর একসঙ্গে আমরা এক আজীবন অভিজ্ঞতা, আনন্দ এবং সুখ ভাগ করে নিয়েছি এবং আমাদের সম্পর্কটি কেবল বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালবাসায় বেড়েছে। এখন আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চাই— স্বামী-স্ত্রী হিসাবে নয়, একজন বাবা-মা এবং পরিবার হিসাবে। আমরা কিছুক্ষণ আগে এক পরিকল্পিত বিচ্ছেদের পথে হাঁটতে শুরু করেছি, এবং এখন এ হেন পরিস্থিতিতে আলাদাভাবে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছি, তবুও একটি বিস্তৃত পরিবার যেভাবে জীবন যাপন করে ঠিক তেমন ভাবে আমাদের জীবন ভাগ করে নিয়েছি। আমরা আমাদের ছেলে আজাদের প্রতি অনুগত পিতা-মাতার মতো রয়েছি, যাকে আমরা লালন-পালন করব এবং একত্রেই করব। আমরা আমাদের ফিল্মে, পানি ফাউন্ডেশন এবং অন্যান্য প্রকল্পগুলো যে বিষয়ে আমরা প্যাশনেট, সে সব কাজ সহযোগী হিসাবে করে যাব।

আমাদের সম্পর্কের এই বিবর্তনকে সমর্থন এবং বোঝার জন্য আমাদের পরিবার ও বন্ধুবান্ধবকে বিরাট ধন্যবাদ, এবং তাঁদেরকেও যাঁদের ছাড়া আমরা এমন এক ঝাঁপ এতটা সুরক্ষিত হত না। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য অনুরোধ জানাই, এবং আশা করি —আমাদের মতো—আপনিও এই বিবাহবিচ্ছেদকে সমাপ্তি হিসাবে নয়, বরং নতুন যাত্রার সূচনা হিসাবে দেখবেন। ধন্যবাদ এবং ভালবাসা। কিরণ ও আমির।’