Aamir Khan: কীসের বিচ্ছেদ! লাদাখে নেচে-গেয়ে, টেবিল টেনিস খেলে বেড়াচ্ছেন আমির-কিরণ

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 23, 2021 | 5:40 PM

Aamir Khan-Kiran Rao: বর্তমানে অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চড্ডা’র জন্য লাদাখে শুটিং করছেন আমির খান ও নাগা চৈতন্য।

Aamir Khan: কীসের বিচ্ছেদ! লাদাখে নেচে-গেয়ে, টেবিল টেনিস খেলে বেড়াচ্ছেন আমির-কিরণ
আমির-কিরণ।

Follow Us

বর্তমানে লাদাখের তাঁর নতুন ছবি ‘লাল সিং চড্ডা’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। গোটা ফিল্ম টিম শুটিং করছে এবং পাশাপাশি এক দারুণ সময়ও কাটাচ্ছে। তা-ও আবার টেবিল টেনিস খেলে কাটছে সময়। ঘনিষ্ঠ এক সূত্রের খবর, “লাল সিং চড্ডার ইউনিট সম্প্রতি টেবিল টেনিস টুর্নামেন্টের আয়োজন করেছিল এবং তাতে আমির স্যার থেকে শুরু করে বাচ্চাদের একটা টিম এতে অংশ নিয়েছিল। অত্যন্ত নৈমিত্তিক এবং মজাদার প্রতিযোগিতা”

সম্প্রতি, আমরা আমির খান এবং কিরণ রাও ফিল্ম সেটে তাঁদের লাদাখি পোশাকে দেখা যায় এবং সেখানকার স্থানীয়দের থেকে তাঁরা সেই অঞ্চলের লোকনৃত্যও শিখেছে এবং এর থেকে স্পষ্ট যে ফিল্মের গোটা ইউনিট দারুণভাবে সময় কাটাচ্ছে।

‘লাল সিং চড্ডা’র গোটা ইউনিট।

কিছুদিন আগে টুইটারে শিরোনামে উঠে এসেছিল ‘লাল সিং চড্ডা’ গোটা ইউনিটের কথা। এক টুইটার ব্যবহারকারীর অভিযোগ ছিল যে লাদাখের ওয়াখা গ্রামে ফিল্ম শুটিংয়ের পর ‘লাল সিং চড্ডা’র গোটা টিম জায়গাটিকে জঞ্জালে ভরিয়ে দিয়েছে। একটি ছোট ভিডিয়ো পোস্টও করেন সেই ব্যক্তি। তাতে দেখা যাচ্ছে জলের বোতল পড়ে রয়েছে যত্রতত্র।

 

 

আমিরের পাশে আজাদ। পিছনে বসে কিরণ।

 

 

টুইটার ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, “এটি একটি উপহার যা বলিউড তারকা আমির খানের আসন্ন ফিল্ম ‘লাল সিং চড্ডা’ লাদাখের ওয়াখার গ্রামবাসীদের জন্য রেখে গিয়েছেন। ‘সত্যমেব জয়তে’-তে আমির খান নিজে পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বড়-বড় কথা বলেন, তবে নিজের ক্ষেত্রে এমনটাই ঘটে।” টুইটার ব্যবহারকারী অভিযোগ যে ‘লাল সিং চড্ডা’র শুটিং লোকেশন ওটাই ছিল। তিনি ছবির ক্রুয়ের ফিল্মিংয়ের ভিডিয়ো প্রকাশ করেছেন। এক প্রতিবেদন অনুসারে, আমির খানের টিম বলে যে অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জঞ্জালের প্রথম ক্লিপটি একটি পুরোনো ভিডিয়ো।

বর্তমানে অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চড্ডা’র জন্য লাদাখে শুটিং করছেন আমির খান ও নাগা চৈতন্য। ছবিতে করিনা কাপুর খান ও মোনা সিংও অভিনয় করেছেন। ‘লাল সিং চড্ডা’তে আমির-করিনাকে ফের একসঙ্গে পেতে চলেছে দর্শক। ‘থ্রি ইডিয়টস’-এর পর প্রিয় জুটিকে ফের পেতে চলেছে দর্শক। ছবিটি টম হ্যাঙ্কস অভিনীত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক।

দিন কয়েক আগেই আমির খান এবং কিরণ রাওয়ের দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্তে উত্তাল হয়েছিল বলিউড ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন প্রাক্তন দম্পতি। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পরও লাদাখে তাঁরা একসঙ্গে আছেন। একই সঙ্গে লাইভ ভিডিয়ো বার্তা শেয়ার করেছিলেন অনুরাগীদের সঙ্গে।  ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণার পর ‘লাল সিং চাড্ডা’র সেটে একসঙ্গে নেচেছেন আমির এবং কিরণ।

 

আমির-কিরণের এ হেন দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত তো একদিনে নেওয়া নয়। গত বছর ডিসেম্বরেও একসঙ্গে বিবাহবার্ষিকী পালন করেছিলেন তাঁরা। কেক কাটা, সেলিব্রেশনের সে সব ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন। তার পরের কয়েক মাসে কী এমন হল? এতদিন সুখী দাম্পত্যের ছবি প্রকাশ করার পর হঠাৎই বিচ্ছেদের সিদ্ধান্ত এবং কোপেরেন্টিংয়ের বিবৃতিতে প্রশ্ন উঠছে, এ নেহাতই সেলিব্রিটিদের চিরাচরিত গিমিক ব্যতীত কিছু নয়। সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার অনেক পরেও এই ধরনের ঘটনা সেলিব্রিটিহুড বজায় রাখার কৌশল মাত্র।

 

আরও পড়ুন Kanchan Mullick: ‘আমার মাথায় আশীর্বাদের হাত রেখো’, মায়ের বাৎসরিক শ্রাদ্ধ কাজে লিখলেন কাঞ্চন

Next Article