Kanchan Mullick: ‘আমার মাথায় আশীর্বাদের হাত রেখো’, মায়ের বাৎসরিক শ্রাদ্ধ কাজে লিখলেন কাঞ্চন

চলতি মাসের ৪ তারিখ, মায়ের মৃত্যুবার্ষিকীতে মাকে নিয়ে এক দীর্ঘ পোস্টও করেছিলেন অভিনেতা তথা উত্তরপারার বিধায়ক কাঞ্চন মল্লিক।

Kanchan Mullick: 'আমার মাথায় আশীর্বাদের হাত রেখো', মায়ের বাৎসরিক শ্রাদ্ধ কাজে লিখলেন কাঞ্চন
কাঞ্চন।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2021 | 4:52 PM

গত বছর ৪ জুলাই প্রয়াত হন অভিনেতা কাঞ্চন মল্লিকের মা শুভা মল্লিক। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। হঠাৎই শরীরের অবনতি। এবং তারপরই মারা যান শুভাদেবী। মায়ের মৃত্যুর পরদিনই কাজে ছুটে গিয়েছিলেন কাঞ্চন। হাসি মুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যাকশন চলেছিল।

 

 

 

 

তবে, গত একবছরের কত-কত মুহূর্তে মা ফিরে এসেছেন তাঁর কাছে বারেবারে। মন খারাপ হয়েছে অভিনেতার। চলতি মাসের ৪ তারিখ, মায়ের মৃত্যুবার্ষিকীতে মাকে নিয়ে এক দীর্ঘ পোস্টও করেছিলেন অভিনেতা তথা উত্তরপারার বিধায়ক কাঞ্চন মল্লিক।

আজ মায়ের বাৎসরিক কাজ সম্পন্ন হল। বেশ কিছু ছবিও পোস্ট করেছেন কাঞ্চন। ক্যাপশনে লিখেছেন, ‘আজ মায়ের বাৎসরিক কাজ সম্পন্ন হল। মা যেখানেই থেকো ভালো থেকো…আমার মাথায় আশীর্বাদের হাত রেখো।’

 

 

গত ৪ জুলাই মায়ের মৃত্যুবার্ষিকীতে কাঞ্চনের লেখা দীর্ঘ পোস্টে ছিল মাকে মিস করার মুহূর্তগুলোর কথা। তিনি লেখেন, “এক বছর হয়ে গেলো মায়ের আঁচল,মায়ের কোল এবং মায়ের কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস হারিয়ে ফেললাম । কখনো ভাবিনি যে তোমাকে ছেড়ে বাকি জীবনটা কাটাতে হবে এবং আজকে দেখতে দেখতে ১টা বছর কেটে গেলো…”। এখানেই থামেননি তিনি। লিখেছেন, “তোমাকে ছেড়ে বেঁচে থাকার লড়াই কি জিনিস সেটা ভোগ করছি ! যেখানেই থেকো মা ভালো থেকো। তোমাকে খুব মিস করছি।”

 

 

মায়ের প্রয়াণেপ পরদিনই কাজে ফিরেছিলেন কাঞ্চন। সে সময়ে তাঁর এই পেশাদারিত্বর প্রশংসা করে তাঁর এক সময়ের ঘনিষ্ট বন্ধু রুদ্রনীল ঘোষ লেখেন, ‘একজন অভিনেতা,কাঞ্চন মল্লিক। যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাউহাউ করে কান্নায় ভেঙে পড়ল আমার কাঁধে মাথা রেখে। কিন্তু, জীবিকার কারণে মানুষকে হাসাতে আজ সকাল থেকে সে শুটিং ফ্লোরে। যন্ত্রণা ভোলার জন্য ২৪ ঘন্টাও কাটেনি। হ্যাঁ, অভিনেতারা ঠিক সহজ মানুষ নয়। হয়ত অন্য কিছু।’

 

আরও পড়ুন দেখুন গ্যালারি: সুপারহিট ওয়েব সিরিজের ৭ ‘অনামী’ স্টার যাঁদের মনে রয়ে গিয়েছে আজও