দেখুন গ্যালারি: সুপারহিট ওয়েব সিরিজের ৭ ‘অনামী’ স্টার যাঁদের মনে রয়ে গিয়েছে আজও

ওয়েব সিরিজের কিছু চরিত্র যা ‘মুখ্য’ না হয়ে মনে থেকে যাবে। এমন সব অভিনেতা এবং তাঁদের অভিনীত চরিত্র আজকের গ্যালারিতে।

| Edited By: | Updated on: Jul 23, 2021 | 3:43 PM
অভিষেক বন্দ্যোপাধ্যায়। কম্পাউন্ডার (মির্জাপুর)। সবাই যখন ‘মির্জাপুর’ সিরিজের শীর্ষস্থানীয় অভিনেতাদের পারফরম্যান্সের প্রশংসা করতে ব্যস্ত।, সেই বিশেষ এক চরিত্র যা তাঁকে মনে রেখে দিয়েছে তা হল ‘কম্পাউন্ডার’। অভিনয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন এক বন্ধুর যে আপনার জন্যও মারা যেতে পারে! মুন্না ভাইয়ের সেরা বন্ধু!

অভিষেক বন্দ্যোপাধ্যায়। কম্পাউন্ডার (মির্জাপুর)। সবাই যখন ‘মির্জাপুর’ সিরিজের শীর্ষস্থানীয় অভিনেতাদের পারফরম্যান্সের প্রশংসা করতে ব্যস্ত।, সেই বিশেষ এক চরিত্র যা তাঁকে মনে রেখে দিয়েছে তা হল ‘কম্পাউন্ডার’। অভিনয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন এক বন্ধুর যে আপনার জন্যও মারা যেতে পারে! মুন্না ভাইয়ের সেরা বন্ধু!

1 / 7
গিরিশ কুলকার্নি। সাব-ইন্সপেক্টর চেতন তাম্বে (সানফ্লাওয়ার)। সিরিজটি মুম্বাইয়ের সানফ্লাওয়ার-এর গল্পে এক মধ্যবিত্ত আবাসনে হত্যা রহস্যে উঠে আসে । উত্তেজনা এবং বিভিন্ন কৌতুকপূর্ণ উপাদান রয়েছে। দর্শকদের গিরিশ কুলকার্নি সাব-ইন্সপেক্টর চেতন তাম্বের ‘কমেডি সাইডকিক’ বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

গিরিশ কুলকার্নি। সাব-ইন্সপেক্টর চেতন তাম্বে (সানফ্লাওয়ার)। সিরিজটি মুম্বাইয়ের সানফ্লাওয়ার-এর গল্পে এক মধ্যবিত্ত আবাসনে হত্যা রহস্যে উঠে আসে । উত্তেজনা এবং বিভিন্ন কৌতুকপূর্ণ উপাদান রয়েছে। দর্শকদের গিরিশ কুলকার্নি সাব-ইন্সপেক্টর চেতন তাম্বের ‘কমেডি সাইডকিক’ বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

2 / 7
শারিব হাশমি। জেকে তলপড়ে (দ্য ফ্যামিলি ম্যান)। সিরিজের দ্বিতীয় সিজনটি অভূতপূর্ব সাড়া যেমন পেয়েছে, পাশপাশি শারিব হাশমির অভিনয়ের প্রশংসা হয়েছে। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ মাঝে মাঝে তিনি হয়ে উঠেছেন হাস্যকর কিন্তু বন্ধু শ্রীকে উৎসাহ করে গিয়েছেন প্রতিনিয়ত। সিরিজের মনোজের এক ‘ভাল বন্ধু’কে ভুলতে পারেনি দর্শক।

শারিব হাশমি। জেকে তলপড়ে (দ্য ফ্যামিলি ম্যান)। সিরিজের দ্বিতীয় সিজনটি অভূতপূর্ব সাড়া যেমন পেয়েছে, পাশপাশি শারিব হাশমির অভিনয়ের প্রশংসা হয়েছে। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ মাঝে মাঝে তিনি হয়ে উঠেছেন হাস্যকর কিন্তু বন্ধু শ্রীকে উৎসাহ করে গিয়েছেন প্রতিনিয়ত। সিরিজের মনোজের এক ‘ভাল বন্ধু’কে ভুলতে পারেনি দর্শক।

3 / 7
হৃষীকেশ যোশি। প্রকাশ কাম্বলে (ব্রিদ)। সিরিজের দুটি সিজনই বলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু উজ্জ্বল অভিনেতাকে প্রধান করে তুলেছিল। প্রথম সিজনে মাধবন। দ্বিতীয়তে অভিষেক বচ্চন। প্রশংসা হয়েছে দুই অভিনেতারই। কিন্তু তা পেরিয়ে যাঁর দুর্দান্ত অভিনয় অবাক করে দিয়েছিল তিনি হৃষীকেশ যোশি।

হৃষীকেশ যোশি। প্রকাশ কাম্বলে (ব্রিদ)। সিরিজের দুটি সিজনই বলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু উজ্জ্বল অভিনেতাকে প্রধান করে তুলেছিল। প্রথম সিজনে মাধবন। দ্বিতীয়তে অভিষেক বচ্চন। প্রশংসা হয়েছে দুই অভিনেতারই। কিন্তু তা পেরিয়ে যাঁর দুর্দান্ত অভিনয় অবাক করে দিয়েছিল তিনি হৃষীকেশ যোশি।

4 / 7
জিতেন্দ্র যোশী। কাটেকার (সেক্রেড গেমস)। যদিও এর দ্বিতীয় সিজন দর্শকদের মধ্যে যাদু তৈরি করতে সক্ষম হয়নি পরিবর্তে ভক্তদের নিরাশ করেছে। ‘সেক্রেড গেমস’-এর একজন অভিনেতা জিতেন্দ্র যোশি অভিনীত কনস্টেবল অশোক কাটেকারের চরিত্রটি বন্ধুত্বের সত্যিকারের ‘উদাহরণ’ হয়ে ওঠে।

জিতেন্দ্র যোশী। কাটেকার (সেক্রেড গেমস)। যদিও এর দ্বিতীয় সিজন দর্শকদের মধ্যে যাদু তৈরি করতে সক্ষম হয়নি পরিবর্তে ভক্তদের নিরাশ করেছে। ‘সেক্রেড গেমস’-এর একজন অভিনেতা জিতেন্দ্র যোশি অভিনীত কনস্টেবল অশোক কাটেকারের চরিত্রটি বন্ধুত্বের সত্যিকারের ‘উদাহরণ’ হয়ে ওঠে।

5 / 7
হেমন্ত খেড়। অশ্বিন মেহতা (স্ক্যাম-১৯৯২)। প্রতীক গান্ধির সিরিজে ছিলেন অনবদ্য।  তা নিয়ে কথা হতেই পারে না তবে পাশাপাশি অন্য একটি চরিত্র যা দর্শকদরে মধ্যে প্রিয় হয়ে উঠেছিলেন তা হর্ষদের ভাই অশ্বিন মেহতা। সিরিজে চরিত্রটি দর্শকদের মধ্যে একটি ভিন্ন ছাপ তৈরি করে।

হেমন্ত খেড়। অশ্বিন মেহতা (স্ক্যাম-১৯৯২)। প্রতীক গান্ধির সিরিজে ছিলেন অনবদ্য। তা নিয়ে কথা হতেই পারে না তবে পাশাপাশি অন্য একটি চরিত্র যা দর্শকদরে মধ্যে প্রিয় হয়ে উঠেছিলেন তা হর্ষদের ভাই অশ্বিন মেহতা। সিরিজে চরিত্রটি দর্শকদের মধ্যে একটি ভিন্ন ছাপ তৈরি করে।

6 / 7
ব্রহ্মা মিশ্র। ললিত (মির্জাপুর-২)। যখন ‘কমপাউন্ডার’ প্রথম সিজন থেকে দর্শকদের প্রিয় হয়ে উঠেছে, ঠিক তখনই দ্বিতীয় সিজনের কথা বললে, ব্রহ্মা মিশ্র অভিনীত ললিতের চরিত্রে দর্শকদের কাছে প্রধান প্রিয় হয়ে ওঠে। চরিত্রের করুণ পরিণতিটি সবাইকে হতাশ করেছিল।

ব্রহ্মা মিশ্র। ললিত (মির্জাপুর-২)। যখন ‘কমপাউন্ডার’ প্রথম সিজন থেকে দর্শকদের প্রিয় হয়ে উঠেছে, ঠিক তখনই দ্বিতীয় সিজনের কথা বললে, ব্রহ্মা মিশ্র অভিনীত ললিতের চরিত্রে দর্শকদের কাছে প্রধান প্রিয় হয়ে ওঠে। চরিত্রের করুণ পরিণতিটি সবাইকে হতাশ করেছিল।

7 / 7
Follow Us: