ভিডিয়ো: মঞ্চে বেজায় বিপাকে কিয়ারা, পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন আমির

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 12, 2021 | 6:38 PM

কাশ্মীরে শুট শেষে দিন কয়েক আগেই মুম্বইয়ে ফিরেছেন আমির। সঙ্গে ছিল ছেলেও। বিমানবন্দরে স্বামী-ছেলেকে আনতে গিয়েছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও।

ভিডিয়ো: মঞ্চে বেজায় বিপাকে কিয়ারা, পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন আমির
মঞ্চে বিপত্তি!

Follow Us

কথায় বলে খ্যাতির বিড়ম্বনা! কিন্তু শুধু খ্যাতি নয়, মাস্কও যে বিড়ম্বনার অন্যতম কারণ হতে পারে তা বোধহয় হাড়েহাড়ে টের পেয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। আমির খান ছিল বলে সে যাত্রায় খানিক বাঁচোয়া। নয়তো অভিনেত্রীকে পোহতে হত একগুচ্ছ ভোগান্তি।

একটি ভিডিয়ো হঠাৎই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন আমির খান ওই কিয়ারা। কিয়ারা পরেছিলেন সাদা রঙের মাস্ক, পোশাকে সঙ্গে তাল মিলিয়েই। কিন্তু যেই না মাস্ক খুলতে গিয়েছেন অমনি চুল ও কানের দুলের সঙ্গে মাস্ক পেঁচিয়ে অবস্থা বেশ খারাপ। বহু বার খোলার চেষ্টা করেও বিফল অভিনেত্রী।

অগত্যা পাশে দাঁড়ানো আমিরের দিকে চোখ পড়তেই সাহায্য চেয়ে নেন কিয়ারা। আমিরও তৎক্ষণাৎ এগিয়ে আসেন মাস্ক থেকে দুল-চুল আলাদা করতে। তিনি ব্যর্থ হন ঠিকই… তবে চেষ্টার ত্রুটি ছিল না। আমিরের সাহায্যেই কানের দুল খুলে ফেলে তা মাস্ক-মুক্ত করেন কিয়ারা। সহ অভিনেত্রীর প্রতি আমিরের এ হেন আচরণে নেটিজেনরা অবশ্য খুশি। কমেন্ট বক্সে লেখা হয়েছে, ‘সত্যিকারের পুরুষ’।


কাশ্মীরে শুট শেষে দিন কয়েক আগেই মুম্বইয়ে ফিরেছেন আমির। সঙ্গে ছিল ছেলেও। বিমানবন্দরে স্বামী-ছেলেকে আনতে গিয়েছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও। গত ৩ জুলাই এক যৌথ বিবৃতির মাধ্যমে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন আমির-কিরণ। জানিয়েছিলেন বিবাহিত সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব একই থাকবে। ছেলে আজাদের দেখাশোনার দায়িত্বও তাঁদের দুজনের। তা নিয়ে আলোচনা-সমালোচনা-প্রশংসা সব অনুভূতির মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন আমির-কিরণ। ওই ঘোষণার পর একসঙ্গে আগেও দেখা গিয়েছে তাঁদের।

সম্প্রতি কাশ্মীরে লাল সিং চাড্ডা ছবির সেটেও আমিরের পাশে হাজির ছিলেন কিরণ। যদিও আমির-কিরণের বিচ্ছেদের পরেও নেটিজেনদের একাংশের বক্তব্য, এ নেহাতই সেলিব্রিটিদের চিরাচরিত গিমিক ব্যতীত কিছু নয়। সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার অনেক পরেও এই ধরনের ঘটনা সেলিব্রিটিহুড বজায় রাখার কৌশল মাত্র। অন্যদিকে সম্প্রতি কিয়ারার ছবি ‘শেরশাহ’ মুক্তি পেয়েছে। ওই ছবিতে কিয়ারার বিপরীতে দেখা গিয়েছে সিদ্ধার্থ মালহোত্রকে।

 

Next Article