Aamir on Shahrukh: শাহরুখের বাড়িতে গিয়ে কী দেখে অবাক আমির?
Mannat: একাধিক বার মন্নত-এ আমির খানকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। একবার তো তা নিয়ে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল আমির খান শাহরুখ খানের পাশে বসে খাচ্ছিলেন, কিন্তু শাহরুখ খানের খাবার নয়, তাঁর নিজের বাড়ি থেকে আনা খাবার।
আমির খান, সলমন খান, শাহরুখ খান প্রায় একই সময় বলিউডে পা রেখেছিলেন তাঁরা। একের পর এক ছবি তখন এই তিনস্টারের ঝুলিতে। অথচ ভাগ্য বদল তিন স্টারের একসঙ্গে হচ্ছিল না। কখনও দেখা গিয়েছিল আমির খানের চাহিদা বাড়ছে, সিনেপাড়ায় কখনও আবার দেখা যাচ্ছে শাহরুখ খানের দর বাড়ছে ভক্ত মহলে। এভাবে কেরিয়ারের প্রথম পাঁচ থেকে সাত বছর স্ট্রাগল করার পর ধীরে ধীরে নিজেরটা গোছাতে শুরু করেছিলেন তাঁরা। একটা সময় পর শাহরুখ খান যে মন্নতের স্বপ্ন দেখেছিলেন, তা কিনে ফেলেন। এরপরে একদিন আমির খান শাহরুখ খানের মন্নত-এ গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। বাদশার প্রাসাদ থেকে বেরিয়ে আমির খান জানিয়েছিলেন এ বাড়ির ড্রেসিং রুমটাই আমির খানের বাড়ির সমান।
একাধিক বার মন্নত-এ আমির খানকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। একবার তো তা নিয়ে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল আমির খান শাহরুখ খানের পাশে বসে খাচ্ছিলেন, কিন্তু শাহরুখ খানের খাবার নয়, তাঁর নিজের বাড়ি থেকে আনা খাবার। অনেকেই বলেছিলেন শাহরুখ খানের বাড়িতে কি তবে অন্ন গ্রহণ করবেন না আমির খান? বিষয়টা তেমন নয়, পরে সবটাই খোলসা হয়ে গিয়েছিল।
আমির খান তখন তার এক ছবির জন্য ছিলেন বিশেষ ডায়েটে সেই জন্যই নিজের খাবার নিজেই নিয়ে গিয়েছিলেন। তবে কথা দিয়েছিলেন লাঞ্চ একসঙ্গে করবেন সেই কথা রাখতেই পাশাপাশি বসে দুই বন্ধু খাবার খেয়েছিলেন। যদিও এখন শাহরুখ খান ও সলমন খানের সঙ্গে খুব একটা দেখা মেলে না আমির খানের। তিনি নিজের মত এক জগৎ তৈরি করেছেন যেখানে নিজের ছবি নিজে দুনিয়া নিয়ে ব্যস্ত। পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ হওয়ার পর আমির খান এখন কিছুটা সময় নিচ্ছেন নিজেকে প্রস্তুত করতে। অনেকেরই অনুমান তবে কি শাহরুখ খানে দেখানো পথেই হাঁটছেন আমির খান? এর উত্তর সময় বলবে।