Aamir Khan: চলছে চুটিয়ে নেট প্র্যাকটিস, চলতি আইপিএলে অভিষেক আমির খানের?

Aamir Khan: শাহরুখ খানের ক্রিকেট প্রীতির কথা অজানা নয়। আমির খানও কি নাম লেখাতে চলেছেন সেই তালিকায়?

Aamir Khan: চলছে চুটিয়ে নেট প্র্যাকটিস, চলতি আইপিএলে অভিষেক আমির খানের?
আমির খান খেলছেন ক্রিকেট।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2022 | 9:31 AM

আইপিএল চলছে। এই সিজনে টিআরপি খানিক কমলেও উন্মাদনা কমেনি। শাহরুখ খানের ক্রিকেট প্রীতির কথা অজানা নয়। আমির খানও কি নাম লেখাতে চলেছেন সেই তালিকায়? না, আইপিএল টিম নয়, ব্যাটসম্যানের ভূমিকাতেই কি দেখা যেতে চলেছে তাঁকে? প্রশ্ন ছুড়েছেন খোদ আমিরই। চার মেরে হাতে ব্যাট নিয়ে তাঁর প্রশ্ন, “আইপিএলে সুযোগ আছে কি”?

নিজের প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেছেন আমির। সেখানেই দেখা যাচ্ছে নেট প্র্যাকটিসে ব্যস্ত আমির। সুন্দর এক শট মারার পর নেটিজেনদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “২৮ তারিখ তোমাদের এক গল্প শোনাব”। কী গল্প, তা সাসপেন্সেই রেখেছেন আমির। তবে ভি-টি শার্ট পরে একের পর এক ‘গুড শট’ জানান দিচ্ছে, ভাল কিছুই আসতে চলেছে। আগামী ছবির ঘোষণা নাকি অন্য কোনও নতুন খবর, তা নিয়ে জল্পনা বেড়েই চলেছ। নেটিজেনরাও করেছেন একের পর এক কমেন্ট। একজন লিখেছেন, ‘আগামী ছবি লাল সিং চাড্ডার ট্রেলার আসতে চলেছে’। আবার আর এক ভক্তের জল্পনা স্পোর্টস ড্রামায় দেখা যেতে পারে তাঁকে। আপনাদের জানিয়ে রাখা যাক, পরিচালক আরএস প্রসন্নর আগামী স্পোর্টস ড্রামাতেই দেখা যাবে আমির খানকে। এর আগে শুভ মঙ্গল সাবধানের মতো ছবি পরিচালনা করেছেন প্রসন্ন। এই বছরের শেষে শুরু হবে শুটিং। লাল সিং চাড্ডার চাপ সামলেই নতুন ছবির জন্য উঠে পড়ে লাগবেন আমির, শোনা যাচ্ছে তেমনটাও। পরের বছর ছবি মুক্তি ঠিক হয়েছে। ক্রিকেট নিয়ে আমির বরাবরই উৎসাহী। এর আগে লগন ছবিতে তাঁকে দেখা গিয়েছে ক্রিকেট খেলোয়াড়ের ভূমিকায়। আবারও একই অবতারে ফিরছেন তিনি।

একদিকে যেমন নিজের ছবির ঘোষণার আগাম প্রস্তুতি অন্যদিকে অন্যদের ছবি নিয়েও নিয়মিত খেয়াল রাখেন আমির। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কাশ্মীরি পণ্ডিতদের উপর আধারিত ছবি দ্য কাশ্মীর ফাইলস। এক সাংবাদিক বৈঠক আমিরকে কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি অবশ্যই এই ছবি দেখব। ইতিহাসের এক অধ্যায় রয়েছে যা মন খারাপ করে দেয়। কাশ্মীরী পণ্ডিতদের সঙ্গে যা হয়েছে তা খুবই দুঃখজনক। এই বিষয়ে যে কোনও ছবিই প্রতিটি ভারতবাসীর দেখা উচিত বলে আমি মনে করি।” এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, “যে সব মানুষ মনুষ্যত্বে বিশ্বাস করেন তাঁদের প্রত্যেককে এই ছবি ছুঁয়ে গিয়েছে। ছবিটি সাফল্য পেয়েছে, আমি ভীষণ খুশি।” নিজের ছবি নিয়ে আর কী বিস্তারিত খবর দেন আমির তা জানতেই আপাতত ২৮ এপ্রিলের দিকে তাকিয়ে তাঁর ভক্তরা।

আরও পড়ুন-পর্নকাণ্ডে অভিযুক্ত রাজের পথেই কি হাঁটছেন শাহরুখ? হিসেব মিলছে না ভক্তদের