কেন আমিরের ভাগ্নে ইমরানকে বলিউডে আর দেখা যায় না?

Imran Khan: ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে বলিউড ডেবিউ করেন ইমরান। ২০১৫-এ ‘কাট্টি বাট্টি’তে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কাজ করেন।

কেন আমিরের ভাগ্নে ইমরানকে বলিউডে আর দেখা যায় না?
ইমরান খান।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 01, 2021 | 9:40 AM

‘দিল্লি বেলি’ বলিউড সিনেমার ইতিহাসে নিঃসন্দেহে এক মাইলফলক। এক যুগ আগে যে বিষয়ের উপর কাজ করেছিলেন পরিচালক অভিনয় দেও, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। সে ছবিতে আমির খানের ভাগ্নে ইমরান খানের অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু তারপর ইমরান আর খুব বেশি ছবিতে কাজ করেননি। বরং বলিউড থেকে হারিয়েই গিয়েছেন বলে মনে করেন দর্শকের বড় অংশ। কেন ইমরানকে বলিউডে আর দেখা যায় না? সে কারণ ব্যখ্যা করলেন ‘দিল্লি বেলি’র পরিচালক অভিনয় দেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় বলেন, “আমি ইমরানের সঙ্গে আবার কাজ করতে ইচ্ছুক। ‘দিল্লি বেলি’র পর আরও কিছু ফিচার ফিল্ম ওকে অফার করেছিলাম। কিন্তু ও পরিচালনা করতে চেয়েছিল। অভিনয়ের থেকে পরিচালনা ওর বেশি পছন্দের। ব্যক্তিগত ভাবে ওর প্রতিভা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। বিশ্বের সিনেমা সম্পর্কেও ও যথেষ্ট খবর রাখে।”

অভিনয় মনে করেন, পরিচালনা নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন ইমরান। ফলে পরিচালনা করলেও তাঁর প্রতিভার বিকাশ হবে বলে বিশ্বাস তাঁর। ২০০৮-এ ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে বলিউড ডেবিউ করেন ইমরান। ২০১৫-এ ‘কাট্টি বাট্টি’তে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কাজ করেন। তারপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে তিনি নিজেকে গুটিয়ে নেন। তবে অভিনয় জানিয়েছেন, গোটা ‘দিল্লি বেলি’ টিম ফের একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। ফলে সুযোগ পেলেই ফের ইমরানকে নিয়ে কাজ করবেন তিনি।

আরও পড়ুন, নভ্যার সঙ্গে কি প্রেম করছেন? সত্যিটা স্বীকার করলেন মিজান