২০১৮। সোশ্যাল মিডিয়ায় ডেবিউ করলেন ঐশ্বর্যা রাই বচ্চন। স্বাভাবিক ভাবেই তাঁর ফলোয়ার্স প্রচুর। যাঁরা ঐশ্বর্যাকে ইনস্টাগ্রামে ফলো করেন, তাঁরা জানেন মূলত পারিবারিক ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। নায়িকার ব্যক্তিগত মুহূর্তের কিছু ঝলক ধরা থাকে ইনস্টাগ্রামে।
কখনও অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক, আরাধ্যাকে নিয়ে গোটা পরিবার। কখনও তাঁর মা বৃন্দা রাই। কখনও তিনি আর অভিষেক। আরাধ্যার সঙ্গেও বহু ছবি শেয়ার করেন অভিনেত্রী। অথচ ঐশ্বর্যা নিজে শুধুমাত্র একজন সেলেবকে নাকি ফলো করেন ইনস্টাগ্রামে। বলুন তো, তিনি কে? অবশ্যই সেই সেলেব ঐশ্বর্যার পরিবারের সদস্য। না! তিনি অমিতাভ বচ্চন নন। বরং অভিষেক বচ্চনকে নাকি ইনস্টাগ্রামে ফলো করেন ঐশ্বর্যা। মজা করে অনেকে বলেন, সোশ্যাল মিডিয়াতেও ঐশ্বর্যার কড়া নজর রয়েছে অভিষেকের উপর।
২০১৮-এ ‘ফ্যানি খান’ ঐশ্বর্যার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। সে ছবি কিছু দর্শকের ভাল লেগেছিল বটে। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি। ২০২০ থেকে করোনা আতঙ্ক এবং লকডাউনের কারণে বহু নতুন প্রজেক্ট পিছিয়ে গিয়েছে। আপাতত ধীরে ধীরে শুটিং শুরু হয়েছে। কিন্তু ঐশ্বর্যা নিজের নতুন প্রজেক্টের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু জানাননি। গত বছর করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু এখনও বাড়ি থেকে বেরিয়ে শুটিং করার ঝুঁকি কতটা নিতে পারবেন, সে সম্পর্কে নাকি নিজেই নিশ্চিত নন বলে জানিয়েছেন ঐশ্বর্যার ঘনিষ্ঠ মহলের সদস্যরা।
আপাতত বাড়িতে আরাধ্যাকে সময় দিচ্ছেন ঐশ্বর্যা। ২০২১-এ ১০ বছর বয়স হবে আরাধ্যার। প্রতি বছর ঘটা করে জন্মদিন পালন হলেও গত বছর করোনা আতঙ্কের কারণে তা সম্ভব হয়নি। চলতি বছরেও পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে, তা এখনই বলা মুশকিল। আরাধ্যাকে নাকি সে বিষয়ে বুঝিয়েছেন ঐশ্বর্যা। শুধু তাই নয়, পারিবারিক ঐতিহ্য সম্পর্কেও মেয়েকে নাকি ছোট থেকে ওয়াকিবহাল রাখতে চান দম্পতি।
আরাধ্যার উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া নয়। বরং আরাধ্যাকে নিজের পছন্দ মতো বড় হতে দিতে চান বলে প্রকাশ্যেই বহুবার জানিয়েছেন অভিষেক-ঐশ্বর্যা। স্টার কিড হওয়ার কারণে ও যে সব জায়গাতেই লাইমলাইটে থাকবে, সেটা কী ভাবে সামলাতে হবে তার পাঠও নাকি আরাধ্যাকে ছোট থেকেই দিয়েছেন ঐশ্বর্যা।
আরও পড়ুন, হিন্দু রীতি মেনে বিয়ে করলেন রাহুল-দিশা, দেখুন অ্যালবাম