AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হিন্দু রীতি মেনে বিয়ে করলেন রাহুল-দিশা, দেখুন অ্যালবাম

Rahul Vaidya-Disha Parmar wedding: অবশেষে চারহাত এক হল। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়ের উপস্থিতিতে বিয়ে করলেন রাহুল বৈদ্য এবং দিশা পারমার।

| Edited By: | Updated on: Jul 16, 2021 | 4:10 PM
Share
অবশেষে চারহাত এক হল। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়ের উপস্থিতিতে বিয়ে করলেন রাহুল বৈদ্য এবং দিশা পারমার।

অবশেষে চারহাত এক হল। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়ের উপস্থিতিতে বিয়ে করলেন রাহুল বৈদ্য এবং দিশা পারমার।

1 / 10
সাদা শেরওয়ানি, সোনালি সাফা এবং লম্বা নেকলেসে বরবেশে সেজেছেন রাহুল। বন্ধুরাই তাঁর মেকওভারের দায়িত্বে ছিলেন।

সাদা শেরওয়ানি, সোনালি সাফা এবং লম্বা নেকলেসে বরবেশে সেজেছেন রাহুল। বন্ধুরাই তাঁর মেকওভারের দায়িত্বে ছিলেন।

2 / 10
গোলাপি রঙের লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছেন দিশা। ব্রাইডাল মেকআপ, কুন্দনের গয়নায় একেবারে বদলে গিয়েছে লুক।

গোলাপি রঙের লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছেন দিশা। ব্রাইডাল মেকআপ, কুন্দনের গয়নায় একেবারে বদলে গিয়েছে লুক।

3 / 10
Rahul-Disha

Rahul-Disha

4 / 10
আংটি বদলের সময় নাকি ইমোশনাল হয়ে পড়েছিলেন লাভ বার্ডস রাহুল-দিশা। পরে মালাবদল এবং যাবতীয় নিয়ম পালন করেই বিয়ে করেন।

আংটি বদলের সময় নাকি ইমোশনাল হয়ে পড়েছিলেন লাভ বার্ডস রাহুল-দিশা। পরে মালাবদল এবং যাবতীয় নিয়ম পালন করেই বিয়ে করেন।

5 / 10
রাহুল আগেই জানিয়েছিলেন, হিন্দু রীতি মেনে বিয়ে করবেন তিনি এবং দিশা। ওয়েডিং চান্টস নামে একটি ব্যান্ডের সদস্যরা তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন মন্ত্র, শ্লোক পাঠ করে সহজ ভাষায় উপস্থিত অতিথিদের বুঝিয়ে দেবেন।

রাহুল আগেই জানিয়েছিলেন, হিন্দু রীতি মেনে বিয়ে করবেন তিনি এবং দিশা। ওয়েডিং চান্টস নামে একটি ব্যান্ডের সদস্যরা তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন মন্ত্র, শ্লোক পাঠ করে সহজ ভাষায় উপস্থিত অতিথিদের বুঝিয়ে দেবেন।

6 / 10
ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতির কারণেই নিমন্ত্রিতের তালিকা নিয়ন্ত্রিত করতে হচ্ছে বলে জানান রাহুল।

ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতির কারণেই নিমন্ত্রিতের তালিকা নিয়ন্ত্রিত করতে হচ্ছে বলে জানান রাহুল।

7 / 10
গত বছর ‘বিগ বস’-এর বাড়িতেই দিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাহুল। জনসমক্ষে সেই প্রস্তাব গ্রহণও করেছিলেন দিশা। ওই বাড়ি থেকে বেরনোর পরও ভালবাসায় ছেদ পড়েনি। বরং গাঢ় হয়েছে আরও। অবশেষে প্রেমে শিলমোহর। নতুন জীবন শুরু করলেন তাঁরা।

গত বছর ‘বিগ বস’-এর বাড়িতেই দিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাহুল। জনসমক্ষে সেই প্রস্তাব গ্রহণও করেছিলেন দিশা। ওই বাড়ি থেকে বেরনোর পরও ভালবাসায় ছেদ পড়েনি। বরং গাঢ় হয়েছে আরও। অবশেষে প্রেমে শিলমোহর। নতুন জীবন শুরু করলেন তাঁরা।

8 / 10
দিশা পেশায় অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘প্যায়ার কা দরদ হ্যায়’, ‘মিঠা মিঠা প্যায়ারা প্যায়ারা’-তে তাঁর অভিনয় দেখেছেন দর্শক।

দিশা পেশায় অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘প্যায়ার কা দরদ হ্যায়’, ‘মিঠা মিঠা প্যায়ারা প্যায়ারা’-তে তাঁর অভিনয় দেখেছেন দর্শক।

9 / 10
বিয়ে নিয়ে এক সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছেন, সেলিব্রিটিদের রোশনাই নন, তিনি এবং দিশা চান পরিবারের একেবারে কাছের মানুষদের আশীর্বাদ। দিশার কথায়, “আমার কাছে আদর্শ বিয়ের মানেই হল এক সাদামাটা বিয়ে। বিয়ে হল দুটি মানুষ এবং তাঁদের পরিবারের মিলন। আমি খুশি যা যা চেয়েছিলাম সে রকমটা হচ্ছে।”

বিয়ে নিয়ে এক সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছেন, সেলিব্রিটিদের রোশনাই নন, তিনি এবং দিশা চান পরিবারের একেবারে কাছের মানুষদের আশীর্বাদ। দিশার কথায়, “আমার কাছে আদর্শ বিয়ের মানেই হল এক সাদামাটা বিয়ে। বিয়ে হল দুটি মানুষ এবং তাঁদের পরিবারের মিলন। আমি খুশি যা যা চেয়েছিলাম সে রকমটা হচ্ছে।”

10 / 10